কলকাতা: বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত পান মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। গতকাল সন্ধেয় মুখ্যমন্ত্রীকে এসএসকেএমে নিয়ে আসা হয়। কপালে ৩টি ও নাকে একটি সেলাই পড়েছে। আজ ফের হবে শারীরিক পরীক্ষা (CM Mamata Banerjee's Health Update)। এদিকে আচমকা এমন ঘটনায়, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
গতকাল, মেডিক্য়াল বুলেটিনে এসএসকেএমের ডিরেক্টরের মন্তব্য় ছিল,'পিছন থেকে ধাক্কার জন্য পড়ে গিয়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী।' পরে নিজের আগের মন্তব্য়ের ব্যাখ্যা দিতে গিয়ে, পুরনো অবস্থান থেকে কার্যত সরে আসেন মণিময় বন্দ্যোপাধ্যায়। বলেন, 'মুখ্যমন্ত্রীকে পেছন থেকে শারীরিক ভাবে কেউ ধাক্কা মেরেছেন এটা বলতে চাইনি। আসলে পড়ে যাওয়ার সময় মুখ্য়মন্ত্রীর মনে হয়েছিল, তিনি কোনও ধাক্কা খেয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় এরকম মনে হয়। কিন্তু, আসলে সত্যি সত্যি কেউ তাঁকে ধাক্কা মারেনি', এটা তাঁর মনে হয়েছিল, মন্তব্য এসএসকেএমের ডিরেক্টরের। তবে পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় কারা ছিলেন, করা হবে বয়ান রেকর্ড। এরপরেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা। যদিও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কেউ ধাক্কা মারেনি।
বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে, পিছন থেকে ধাক্কার ফলে পড়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সামনে এবং পুলিশ কর্তাদের সঙ্গে তাঁর যে কথা হয়েছে, তাতেও তিনিই বলেছেন যে, পিছন থেকে ধাক্কা মারা হয়েছে, তাতেই তিনি পড়ে গেছেন। বৃহস্পতিবার বালিগঞ্জে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন তাঁর ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়ও। বাড়ি ফেরার পর ঘরে ঢুকে যান মুখ্যমন্ত্রী। সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে বাড়ির আরও কয়েকজন ছিলেন। একটি মেয়ে মুখ্যমন্ত্রীর দেখভাল করেন। তিনি হঠাৎ এসে বলেন,মুখ্যমন্ত্রী পড়ে গেছেন। তখন সঙ্গে সঙ্গে সবাই গিয়ে দেখে, মুখ্যমন্ত্রী বসে রয়েছেন। খুবই ঘাবড়ে গেছেন। তাঁর কপাল থেকে রক্ত বের হচ্ছে।
আরও পড়ুন, ভোটের আগে জ্বালানির দরে বড় বদল, আজ কলকাতায় পেট্রোল ও ডিজেলের দর কী ?
সূত্রের খবর, এই সময় মুখ্যমন্ত্রী জানান,তাঁর মনে হয়েছে, তাঁকে পিছন থেকে কেউ একটা ধাক্কা দিয়েছে এবং তার জন্য তিনি পড়ে গেছেন। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মুখ্যমন্ত্রীকে SSKM মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করে তাঁর চিকিৎসা হয়। এরপরই মেডিক্য়াল বুলেটিনে চাঞ্চল্য়কর কথা জানান এসএসকেএমের অধিকর্তা।এসএসকেএম ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধে সাড়ে সাতটা নাগাদ আমাদের হাসপাতালে আসেন। পিছন থেকে ধাক্কার ফলে, তিনি বাড়িতে পড়ে যান। তাঁর মাথা আঘাত লাগে, কপালে এবং নাকে চোট ছিল এবং সেখান থেকে রক্ত বের হচ্ছিল।