কলকাতা: জিএসটির (GST) টাকা তুলে নিয়ে গেলেও বাংলার প্রাপ্য দিচ্ছে না কেন্দ্র (Central Government)। ফের কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা কারও দয়ার টাকা নয়, রাজ্যের প্রাপ্য। বাধ্যতামূলক সত্ত্বেও টাকা দিচ্ছে না কেন্দ্র। প্রাপ্য টাকা দিতে হবে, নইলে জিএসটি বন্ধ কর। প্রাপ্য টাকা দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে।’’ ১০০ দিনের কাজের টাকা নিয়েও কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। 


ফের কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর: ১০০ দিন-সহ (100 Days Work) বিভিন্ন প্রকল্পের প্রাপ্য টাকা পাওনা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চলছিল। এমন এক পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের মুখে, তা নিয়েই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য (West Bengal) থেকে জিএসটির নামে টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। রাজ্য থেকে নিয়ে যাওয়া সেই টাকা থেকেই ১০০ দিনের কাজের জন্য দেয়। ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। এটা কারও দয়ার টাকা নয়, রাজ্যের প্রাপ্য। রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। বাধ্যতামূলক সত্ত্বেও টাকা দিচ্ছে না কেন্দ্র।’’


মোদিকে গদি ছাড়তে হুঁশিয়ারি: রাজ্যের প্রাপ্য টাকা না মেটালে, এবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) গদি ছাড়তে বলে হুঁশিয়ারি দিলেন তিনি। মঙ্গলবার ঝাড়গ্রামে বীরসা মুণ্ডার (Birsa Munda) জন্ম দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে, কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। সেখানে মোদি সরকারের বিরুদ্ধে সরব হতে, আদিবাসীদেরও পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।গত ৫ অগাস্ট দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেদিনের বৈঠকের রাজ্যের বিভিন্ন দাবিদাওয়ার নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে তুলে ধরেছিলেন বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এদিন সেই সাক্ষাতের প্রসঙ্গ টেনে মোদি সরকারকে নিশানা করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছি, তাও টাকা দিচ্ছে না, এবার কি পায়ে ধরতে হবে? আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটা বরদাস্ত করব না। জিএসটির (GST) টাকা তুলে নিয়ে যাচ্ছো, মানুষের জন্য টাকা দিচ্ছো না কেন?’ প্রশ্ন মুখ্যমন্ত্রীর।


আরও পড়ুন: Suvendu Adhikari: শুভেন্দুর বাড়ির সামনে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ, কাঁথি থানায় অভিযোগ দায়ের