জলপাইগুড়ি: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়ের তাণ্ডব, জলপাইগুড়িতে (Jalpaiguri Storm Death) মৃত্যু ৫ জনের। শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee In Jalpaiguri)। পৌঁছে গেলেন ঝড়-বিধ্বস্ত এলাকায়।


বাগডোগরায় নেমে যা বললেন...
রাতের দিকেই বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের বলেন, 'আমরা জলপাইগুড়ি সদরে যাব। ভয়ঙ্কর ঝড়টা ক্ষণিকের জন্য এসেছিল। কোচবিহার-আলিপুরদুয়ারেও হয়েছে। কিন্তু জলপাইগুড়িতে ৫ জন মারা গিয়েছেন।' মুখ্যমন্ত্রী আরও জানান, একটি শিশুকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। আর এক জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে সরানো হচ্ছে বলেও জানান তিনি। তবে এই পরিস্থিতিতে তাঁর আশ্বাসবাণী, রাজ্য সরকার সব রকম ভাবে পাশে রয়েছে। আদর্শ নির্বাচনী আচরণবিধি যে জারি রয়েছে, সে কথা মনে করিয়েও মুখ্যমন্ত্রী জানান, প্রশাসন যা যা করার তাই করবে। এর পর সোজা ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী, এলাকা পরিদর্শন করেন। কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট জানার চেষ্টা করেন। সূত্রের খবর, আগামীকাল উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামীকালই জলপাইগুড়ি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুর্গত এলাকা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে পারেন রাজ্যপাল। রাজভবনে প্রস্তুত রাখা হয়েছে পিস রুম, খোলা হয়েছে জরুরি সেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে যোগাযোগ রাখছে রাজভবন। সাহায্যের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সাহায্য পাঠাতেও বলা হয়েছে রাজভবনের তরফে। 


ঝড়ের তাণ্ডব...
প্রশাসন জানিয়েছে, রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ এই ঘূর্ণিঝড় শুরু হয়। সেই দুরন্ত-ঘূর্ণির ছবিও ধরা পড়ে একটি ভিডিওয়। মাত্র ১০ মিনিট স্থায়িত্ব ছিল এই ঝড়ের। কিন্তু তার তাণ্ডবেই কার্যত ওলোটপালোট হয়ে গিয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের সেনপাড়া এবং ময়নাগুড়ির বার্নিশ এলাকা। বহু বাড়ি কার্যত ধুলোয় মিশে গিয়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে যাওয়ায় বাড়ির পর বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন। ঝড় শুরুর আগে সেনপাড়ায় আবার এক ব্যক্তি একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। তখনই গাছ ভেঙে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। পাশাপাশি, আলিপুরদুয়ারের ফালাকাটার যে বার্নিশ এলাকা রয়েছে, তাতেও তুমুল ক্ষয়ক্ষতি হয়েছে।  একই ভাবে ওই এলাকাতেও তুমুল তাণ্ডব চালায় ঝড়। প্রথমে দিকে শোনা গিয়েছিল, এদিনের ঝড়ের তাণ্ডবের বলি ৪। পরে মুখ্যমন্ত্রী জানান, ৫ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক ২ জন।


আরও পড়ুন:মুখ্যমন্ত্রীকে দেখে কান্নায় ভাঙল জলপাইগুড়িতে ঝড়ে মৃতদের পরিবার, সমবেদনা মোদিরও