কলকাতা : ফের কেন্দ্র-রাজ্য সংঘাত। এবার ১৯৫৪ সালের IAS-ক্যাডার বিধি সংশোধনীর প্রস্তাবে আপত্তি জানিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আইন সংশোধন করে আমলাদের মাথায় খাঁড়া ঝুলিয়ে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই নিয়ে কেন্দ্রকে নিশনা করেছেন বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।


১৯৫৪ সালের IAS-ক্যাডার বিধিতে বদল আনতে চাইছে মোদি সরকার। আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রীকে এক সপ্তাহে দ্বিতীয়বার চিঠি মুখ্যমন্ত্রীর। সম্প্রতি রাজ্যের মুখ্যসচিবকে পাঠানো প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছে, IAS’দের কেন্দ্রের ডেপুটেশনের ক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রের মধ্যে মতানৈক্য হলে, নির্দিষ্ট সময়ের পর কেন্দ্রের মতই মান্যতা পাবে। পাশাপাশি কত সংখ্যক IAS অফিসার কেন্দ্রীয় ডেপুটেশনে যাবেন, তার সংখ্যাও নির্দিষ্ট করে দেবে কেন্দ্রই। 


বর্তমান নিয়ম অনুযায়ী, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে IAS অফিসারদের কেন্দ্রীয় ডেপুটেশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। মতানৈক্য হলে, কেন্দ্রের সিদ্ধান্ত কার্যকর হয়। তবে, সেক্ষেত্রে কোনও নির্দিষ্ট সময়সীমা বেধে দেওয়া ছিল না এতদিন। এ নিয়ে নরেন্দ্র মোদিকে পাঠানো চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এই সংশোধনী খসড়া যুক্তরাষ্ট্রীয় কাঠামোর চরম পরিপন্থী। নতুন সংশোধনীতে রাজ্যে কর্তব্যরত আমলাকে অনুমতি ছাড়াই তুলে নিতে পারবে কেন্দ্র। আমলা প্রত্যাহারে প্রয়োজন হবে না রাজ্যের অনুমতি। সংশ্লিষ্ট আধিকারিকেরও সম্মতি নেওয়া হবে না । এই সংশোধনীতে আমলাদের প্রতি যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে না। যা আমলাদের মানসিক ভাবে দুর্বল করে দেবে ।এই সংশোধনী প্রত্যেক আমলার মাথায় খাঁড়া ঝুলিয়ে রাখার সমান। সংবিধানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূল ভিত্তিকেই ধ্বংস করবে কেন্দ্রের পদক্ষেপ।কেন্দ্র-রাজ্যের সহযোগিতামূলক কাঠামোকে ধ্বংস হতে দেবেন না। 


IAS’দের কেন্দ্রীয় ডেপুটেশনের বিধি বদলের প্রস্তাব নিয়ে কেন্দ্র সরকারকে একযোগে আক্রমণ করেছে বিরোধীরা। যদিও বিজেপির দাবি, এতে সুবিধে হবে আমলাদেরই। সাম্প্রতিক অতীতে বিভিন্ন ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সংঘাত বেধেছে। এবার IAS-ক্যাডার বিধি সংশোধনীর প্রস্তাব নিয়েও তুঙ্গে সংঘাত।


আরও পড়ুন- বাংলার ট্যাবলো নিয়ে কেন্দ্র-রাজ্য তরজায় এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী