করুণাময় সিংহ, মানিকচক: এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনার তদন্তে সাফল্য পেল মালদার মানিকচক থানার পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আদালতেও পেশ করেছে মালদার মানিকচক থানার পুলিশ। এই ঘটনায় আরও কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। গোটা ঘটনা জানার জন্য ধৃতদের জেরা করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার মানিকচকের মোহনা এলাকায় মালদা শহরের ব্যবসায়ী রতন সাহা কাছ থেকে টাকা ছিনতাই করা হয়। প্রকাশ্য দিবালোকে ওই ব্যবসায়ীকে আটকে নগদ প্রায় ৫৫ হাজার টাকা সহ বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই অভিযোগ পেয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করে মানিকচক থানার পুলিশ।


তদন্তে এই ঘটনায় দুই ব্যক্তির জড়িত থাকার ঘটনা সামনে আসে পুলিশের কাছে। এরপর গতকাল গভীর রাতে অভিযুক্তদের গ্রেফতার করার লক্ষ্যে অভিযান চালায় পুলিশ। গভীর রাতে মানিকচক থানার আইসি অক্ষয় পালের নির্দেশে এসআই দীনবন্ধু দাসের নেতৃত্বে অভিযুক্তদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে দু’জনকে গ্রেফতার করা হলেও, তাদের কাছ থেকে এখনও ছিনতাই করা টাকা এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করতে পারেননি তদন্তকারীরা। ধৃতদের জেরা করা হচ্ছে।


তদন্তকারীরা জানিয়েছেন, গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে একজনের নাম সেখ বশির। সে  মানিকচকের রাজনগর এলাকার বাসিন্দা। এই ঘটনায় অপর অভিযুক্তের নাম সেনাউল হক। সে বালুটোলা এলাকার বাসিন্দা। তাদের দু’জনকেই গতকাল রাতে গ্রেফতার করা হয়। আজ তাদের সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।


মানিকচক থানার তৎপরতার সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হলেও, প্রকাশ্য দিবালোকে এভাবে ছিনতাইয়ের ঘটনায় মালদায় আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তার দাবিতে সরব ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দারা।