মুম্বই: মাত্র ৬৭ বছরে প্রয়াত হলেন আইনজীবী শ্রীকান্ত শিবাদে (Shrikant Shivade)। বলিউডের একাধিক বড় বড় কেস সামলেছেন তিনি। ক্রিমিনাল ল' ইয়ার হিসেবে সুনাম অপ্জন করেছিলেন। সলমন খানের (Salman Khan) 'হিট অ্যান্ড রান' কেস ছাড়াও, বলিউডের তাবড় তারকাদের মামলার আইনজীবী ছিলেন শ্রীকান্ত শিবাদে। সেফ আলি খান, সাইনি আহুজার বিভিন্ন মামলা এবং টুজি স্পেকট্রাম মামলাও তিনি লড়েছিলেন। পুনের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রখ্যাত আইনজীবী। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শ্রীকান্ত শিবাদে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থতার কারণে মাত্র ৬৭ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যেতে হল তাঁকে।


বিশিষ্ট আইনজীবী শ্রীকান্ত শিবাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পুনের আইনজীবী মহল। তাঁরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে লিউকেমিয়া বা ব্লাড ক্যানসারে ভুগছিলেন তিনি। গত বছর নভেম্বরে তাঁর বোনম্যারো ট্রান্সপ্লান্টও করা হয়। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দু'সপ্তাহ আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরবর্তীতে আর চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না প্রখ্যাত আইনজীবী শ্রীকান্ত শিবাদে। অবশেষে মাত্র ৬৭ বছর বয়সে তাঁর প্রয়াণ হল। আইনজীবীর আকষ্মিক প্রয়াণে শোকের ছাড়া নেমে এসেছে পুনের আইনজীবী মহলে।


আরও পড়ুন - Lata Mangeshkar Health: লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা স্থিতিশীল, জানাচ্ছেন মুখপাত্র


প্রয়াত আইনজীবী শ্রীকান্ত শিবাদে ইন্ডিয়ান ল সোসাইটি থেকে স্নাতক হন। বলিউডের একের পর এক হাই ভোল্টেজ মামলা তিনি লড়েছিলেন। ২০০২ সালে সলমন খানের 'হিট অ্যান্ড রান কেস', অভিনেতা সাইনি আহুজার বিরুদ্ধে ওঠা ধর্ষণ মামলা, টুজি স্পেকট্রাম মামলা, শিনা বোরা হত্যা মামলাতেও ওকালতি করতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও হিরে ব্যবসায়ী ভরত শাহের মামলাও লড়েছিলেন শ্রীকান্ত শিবাদে।


'চোরি চোরি চুপকে চুপকে' ছবিটি নিয়ে যখন একটি মামলা দায়ের হয়, তখন বলিউডের অনেক তারকাকেই তাঁর প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। এঁদের মধ্যে ছিলেন বলিউড তারকা সঞ্জয় দত্তও।