কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: এবার রাজ্যের স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রীর বই। স্কুলে স্কুলে বইয়ের তালিকা পাঠাল রাজ্য সরকার। ৫১৫টি বই স্কুলকে কিনে রাখতে হবে লাইব্রেরিতে। ৫১৫টি বইয়ের মধ্যে ১৯টি বই মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন, তৃণমূলের 'বিজয় উল্লাস থেকে বোমার' বলি চতুর্থ শ্রেণির ছাত্রী ! 'যারা দায়ী, ছাড়া হবে না', পোস্ট রাজ্য পুলিশের

'উপলব্ধি থেকে ক্রোকোডাইল আইল্যান্ড, পল্লবী থেকে পথের সাথী, মা' থেকে 'কথাঞ্জলী', স্কুলের গ্রন্থাগারে রাখতে হবে মুখ্যমন্ত্রীর বই। আইনস্টাইন, বঙ্কিমচন্দ্র, স্বামী বিবেকানন্দের সঙ্গে গ্রন্থাগারে মুখ্যমন্ত্রীরও বই। স্কুলে স্কুলে গ্রন্থাগারের জন্য রাজ্য সরকারের ১ লক্ষের অনুদান । অনুদানের পরেই স্কুলে স্কুলে পৌঁছে গেল সরকারের বুক লিস্ট।