নদিয়া: তৃণমূলের 'বিজয় উল্লাস থেকে বোমার' বলি নিরীহ বালিকা ! উপনির্বাচনেও লাগল রক্তের দাগ। ভোট গণনা শেষের আগেই কালীগঞ্জে প্রাণ গেল  চতুর্থ শ্রেণির ছাত্রী ৯ বছরের তামান্না খাতুনের। 'যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের ছাড়া হবে না। এই মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের খোঁজে চলছে তল্লাশি ' বলেই  এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছে, রাজ্য পুলিশ। 

আরও পড়ুন, বাড়ি বাড়ি দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি শুরু, বড় প্রশ্ন BJP-র, 'রাজ্যের আর্থিক সঙ্কটের মধ্যেও কীভাবে বিপুল টাকা খরচ ? ..'

এদিন ২ টা ৪৬ মিনিট নাগাদ, রাজ্য পুলিশের তরফে এক্স হ্যান্ডেলের তরফে পোস্ট করে জানানো হয়, 'কৃষ্ণনগর জেলা পুলিশের কালীগঞ্জ পুলিশ স্টেশন এলাকায়, একটি বিস্ফোরণে ১৩ বছরের এক বালিকার মৃত্যু হয়েছে। এই ঘটনার পিছনে যে দুষ্কৃতীরা রয়েছে, তাদের ধরতে আমরা কোনও ত্রুটি রাখব না। অভিযুক্তদের খোজে জোরকদমে তল্লাশি চলছে।   পাশাপাশি নিহতের পরিবারকে সমবেদনাও জানিয়েছে রাজ্য পুলিশ।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল। একুশের বিধানসভা ভোটের থেকেও বাড়ল মার্জিন। কিন্তু, চূড়ান্ত ফল ঘোষণা হওয়ার আগেই বিজয়োল্লাসের বলি হল ৯ বছরের একটা ফুটফুটে মেয়ে। বোমাবাজিতে প্রাণ গেল নিরীহ এক ক্লাস ফোরের ছাত্রীর!কোল খালি হয়ে গেল এক মায়ের! বোমাবাজিতে নিহত বালিকার মা বলেন,'তৃণমূল দল করে... সকাল থেকেই বোমা মারছে। মেয়ে ভয় করে খুব। ' বয়স মাত্র ৯ বছর! চতুর্থ শ্রেণির ছাত্রী। নির্বাচন থেকে এখনও শতহস্ত দূরে কিন্তু, কালীগঞ্জে ভোটগণনার দিনে, বিজয়োল্লাসের বোমাবাজি তাকেও ছাড়ল না!

কালীগঞ্জের ঘটনায় মুখ্যমন্ত্রী x হ্যান্ডেলে লিখেছেন, কৃষ্ণনগর পুলিশ জেলার বারোচাঁদগড়ে বিস্ফোরণে একটি বাচ্চা মেয়ের মৃত্য়ুর ঘটনায় আমি মর্মাহত এবং গভীর শোকাহত। এই দুঃখের দিনে পরিবারের প্রতি আমার সমবেদনা।যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর ও আইনি ব্য়বস্থা নেবে পুলিশ।