প্রকাশ সিনহা, কলকাতা: মুখ্যমন্ত্রীর (CM) সবচেয়ে ঘনিষ্ঠরা (close-aides) যদি এত অপরাধে অপরাধী হয়ে থাকেন, তিনি তার দায় অস্বীকার করবেন কী করে? তৃণমূলের মহাসচিব তথা পরিষদীয় মন্ত্রীর গ্রেফতারির (arrest) পর তীক্ষ্ণ সমালোচনা (criticism) সিপিএম (cpm) নেতা সুজন চক্রবর্তীর(sujan chakrabarty)। সঙ্গে কটাক্ষ, 'রাজীব কুমারের সময়ে তো রাস্তায় বসেছিলেন। এবার সিজিও কম্পপ্লেক্সে কখন বসবেন?'
তীক্ষ্ণ আক্রমণ সিপিএমের
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম রাজ্যের কোনও মন্ত্রীকে গ্রেফতার করল ইডি। টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আজ সকালেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। তার পর থেকে তুমুল আলোড়ন রাজ্য রাজনীতিতে। শাসকদলের সমালোচনায় সরব বিরোধী শিবির। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রশ্ন, 'খুব স্বাভাবিক কারণেই উনি গ্রেফতার হয়েছেন। পশ্চিমবঙ্গের মানসম্মান গেল। এটা আনন্দের ব্যাপার নয়, দুঃখের ব্যাপার। কারণ পশ্চিমবঙ্গের মানসম্মান ধূলিসাৎ করে দিয়েছেন কুলাঙ্গাররা।' এর পরই প্রশ্ন, 'আমি শুধু জানতে চাইব, মুখ্যমন্ত্রীর সেকেন্ড-ইন কম্যান্ড মুকুল রায় কোথায়? শোভন চট্টোপাধ্যায় কোথায়? পার্থ চট্টোপাধ্যায়, ঘনিষ্ঠতম, তৃণমূলের মহাসচিব, তিনি কোথায়?' ঘনিষ্ঠবৃত্তের এতগুলি মানুষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে মুখ্যমন্ত্রী তাঁর দায় এড়াতে পারেন না, মত সিপিএম নেতার। সঙ্গে জোরাল কটাক্ষ, 'মুখ্যমন্ত্রী নিজে সাধুপুরুষ নাকি?'
যা ঘটেছে...>
প্রসঙ্গত, ইডি সূত্রে খবর এসএসসি দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের থেকে ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে। মিলেছে ৫০ লক্ষ টাকার সোনাও। এত টাকা এল কোথা থেকে, তার সদুত্তর দিতে পারেননি অর্পিতা এমনই জানাচ্ছে ইডি। তবে কি এসএসসি নিয়োগ দুর্নীতির সঙ্গে ওই বিপুল অঙ্কের টাকার যোগ রয়েছে? ক্রমশ জোরাল হচ্ছে সন্দেহ। আপাতত যা খবর, তাতে অর্পিতা ও পার্থকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা।
আরও পড়ুন:এক মঞ্চে মমতা - অর্পিতা, পুরনো ভিডিও শেয়ার করে মালব্যর পোস্ট