প্রকাশ সিন্হা, সুদীপ্ত আচার্য ও রাজীব চৌধুরী, কলকাতা: কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case) এবার বিনয় মিশ্রের (Binoy Mishra) নামে হুলিয়া জারি করল সিবিআই (CBI)। সংবাদপত্রে প্রকাশ করা হল বিজ্ঞপ্তি। ২০ জুনের মধ্যে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কয়লা পাচারকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত বিনয় মিশ্রের বিরুদ্ধে আগেই জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। তাঁকে ফেরার ঘোষণা করেছে, আসানসোলের বিশেষ সিবিআই আদালত।
সংবাদপত্রে বিজ্ঞপ্তি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার
এবার কয়লা পাচারকাণ্ডে বিনয় মিশ্রের বিরুদ্ধে হুলিয়া জারি করল সিবিআই। রবিবার এই নিয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। সেখানে জানানো হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারির পরও বিনয় মিশ্রের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাই তাঁকে পলাতক ঘোষণা করা হয়েছে।
এরপরই অভিযুক্তকে দ্রুত আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০ জুনের মধ্যে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিতে হবে বিনয় মিশ্রকে। সিবিআই-এর এই সিদ্ধান্তকে স্বাগত জানাল বিজেপি।
এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকে নিশানা করেছেন তিনি। তাঁর বক্তব্য, "তদন্ত থামাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। বিনয় মিশ্রের গ্রেফতার হওয়া দরকার। তাদের পালিয়ে যাবার পথ করে দিল কে? এ সব তদন্তের মধ্যে আসা দরকার। তদন্ত থেমে গেলে বিপদ। দিদি তদন্ত থামাতে দিল্লি যাচ্ছেন।"
বিরোধীদের কটাক্ষ রাজ্যকে
যদিও বিরোধীরা খামোকা কুৎসা করছে বলে পাল্টা জবাব তৃণমূলের। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী শশী পাঁজা বলেন, "বিরোধীরা রাজনৈতিকভাবে দেউলিয়া, সিবিআই-ইডি তদন্ত করছে। তার আইনজীবীরা এবিষয়ে বলতে পারবেন। আমাদের কিছু বলার নেই, বিরোধীরা মূল্যবৃদ্ধি নিয়ে সরব হচ্ছে না। অধীর চৌধুরীর কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই, আমার মনে হয় ওইসব নেতাদেরই সিবিআই জিজ্ঞাসাবাদ করুক।"
সিবিআই সূত্রে খবর, বিনয় মিশ্র এবারও হাজিরা এড়ালে, তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করা হবে।