পশ্চিম বর্ধমান: আসানসোল আদালতে (Asansol Court) আত্মসমর্পণ করলেন কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। তার বিরুদ্ধে আগেই আত্মসমর্পণের নোটিস জারি করেছিল আদালত। এমনকী লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও জারি হয়েছিল।


আদালতে আত্মসমর্পণ কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত লালার


অবশেষে আজ আদালতে আত্মসমর্পণ করলেন কয়লা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত। ২১ মের মধ্য়ে কয়লা পাচার মামলার চার্জশিট সব পক্ষকে দেওয়ার নির্দেশ জারি করেছে আসানসোল আদালত। সুপ্রিম কোর্টে ইতিমধ্য়েই রক্ষাকবচ পেয়েছেন অনুপ মাঝি। তবে নিম্ন আদালতের নির্দেশ পালন করতে হবে বলেও জানিয়েছিল সর্বোচ্চ আদালত। 


কয়লাপাচার কাণ্ডের তদন্তে নেমে ভিনরাজ্যেও অভিযান চালিয়েছিল সিবিআই


একুশ সালে কয়লাপাচার কাণ্ডের তদন্তে নেমে ভিনরাজ্যেও অভিযান চালিয়েছিল সিবিআই। উত্তরপ্রদেশের মোগলসরাই ও মধ্যপ্রদেশের চন্দেরিতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা। সেসময় সিবিআই এর দাবি ছিল, বাংলার বিভিন্ন খনি থেকে বেআইনিভাবে কয়লা তুলে ভিন রাজ্যে পাচার করা হত। সিবিআই-র দাবি ছিল এই কয়লা পাচার করা হত উত্তরপ্রদেশে ও মধ্যপ্রদেশে।


দেশের কোন কোন জায়গায় কয়লা পাচারের সিন্ডিকেট কাজ করছে?


সেখানেই লালা-ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী এই কারবারে যুক্ত ছিলেন বলে দাবি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দেশের কোন কোন জায়গায় কয়লা পাচারের সিন্ডিকেট কাজ করছে, তার তদন্তেও নামে সিবিআই। লালার প্রধান হ্যান্ডেলারকে জেরা করেই আরও ৩০ জন হেভিওয়েট প্রভাবশালীর নাম প্রকাশ্যে আসে।  


সস্ত্রীক অভিষেককে একাধিকবার তলব


প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় এখনও অবধি কম জল গড়ায়নি। এই মামলায় সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রথমের দিকে দিল্লিতে অভিষেককে ডেকে পাঠানো হত। পরে কোর্টের নির্দেশে কলকাতাতেই অভিষেক হাজিরা দিতে বলা হয়। এই মামলায় অভিষেক পত্নী রুজিরাতেই থেমে নেই, শ্যালিকা মেনকাকেও তল করা হয়েছিল।


আরও পড়ুন, 'প্রাণনাশের হুমকি-পুলিশি অত্য়াচার', রাতভর ঝাঁটা-লাঠি নিয়ে পাহারায় সন্দেশখালির মহিলারা


তবে কয়লাকাণ্ডে এখানেই শেষ নয়, রাজ্যের আরও একাধিক হেভিওয়েটকে তলব করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। কয়লাকাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককেও তলব করেছিল ইডি। ইডির দাবি ছিল, কয়লাপাচারের তদন্ত চালাতে গিয়েই মলয় ঘটকের নাম সামনে আসে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।