প্রকাশ সিনহা ও কৌশিক গাঁতাইত: কয়লাকাণ্ডে (Coal Scam) ধৃত বিকাশ মিশ্রের (Bikash Mishra) জামিনের অসুস্থতা নিয়ে এসএসকেএম (SSKM Hospital) সহ ৩টি সরকারি হাসপাতাল রিপোর্ট পাঠাল সিবিআইকে। অন্যদিকে বিকাশের আবেদন ফের নাকচ করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত তাঁকে ফের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্র এখনও ফেরার। তাঁর ভাই বিকাশ মিশ্রর জেল হেফাজত হলেও তিনি অসুস্থ হয়ে ভর্তি আছেন হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা কেমন, তা জানতে চায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এসএসকেএম সহ তিনটি সরকারি হাসপাতাল বিকাশের স্বাস্থ্যের অবস্থা নিয়ে তাদের রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্ট আসানসোল আদালতে জমা দিয়েছে সিবিআই।
গত ১৩ ডিসেম্বর আসানসোলের সিবিআই বিশেষ আদালত বিকাশ মিশ্রকে জেল হেফাজতের নির্দেশ দেয়। এরপরই নাটকীয় মোড় নেয় ঘটনা। সিবিআই সূত্রে দাবি, অসুস্থতার কারণে আসানসোল জেল থেকে আসানসোল জেলা হাসপাতাল তারপর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শেষে এসএসকেএম ভর্তি করা হয় বিকাশকে। এরপরই জেল ও ৩ হাসপাতালের কাছে বিকাশের অসুস্থতা সম্পর্কে জানতে চিঠি দেয় সিবিআই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, চিঠির উত্তরে আসানসোল জেল কর্তৃপক্ষ জানিয়েছে, সংশোধনাগারে আসার দিন রাতে বিকাশ জানান, তাঁর পেটে ব্যথা হচ্ছে। রাতে জেলে চিকিত্সক না থাকায় বিকাশকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। আসানসোল জেলা হাসপাতাল জানিয়েছে, সমস্যা বোঝা না যাওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বর্ধমান মেডিক্যাল কলেজের রিপোর্টে দাবি করা হয়েছে, রোগীর লিভারের সমস্যা রয়েছে। তার চিকিত্সা ব্যবস্থা না থাকায় তাঁকে এসএসকেএম-এ রেফার করা হয়। এসএসকেএম কর্তৃপক্ষের দাবি, রোগীর একাধিক রোগের পাশাপাশি লিভারের সমস্যা রয়েছে। তাই হাসপাতালে ভর্তি করে তাঁর চিকিত্সা চলছে। এদিকে, এদিন আসানসোলে সিবিআই বিশেষ আদালতে বিকাশের জামিনের আবেদন খারিজ হয়েছে। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বিকাশ মিশ্রর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন: Mamata on IT Employment: তথ্য-প্রযুক্তি শিল্প নয়া উচ্চতায়, টিসিএস-কে কর্মসংস্থানের কৃতিত্ব মমতার