কলকাতা: বছর বছর শিল্প সম্মেলন করা হলেও, রাজ্যে বিনিয়োগ নেই বলে অভিযোগ তুলে আসছে বিরোধীরা। তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিলেন, বাংলায তথ্য-প্রযুক্তি শিল্প নতুন উচ্চতায় ছুঁয়েছে। তাতে তিন গুণ বেশি কর্মসংস্থান হয়েছে।


বুধবার নেটমাধ্যমে এমন মন্তব্য করেন মমতা। তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গ সরকার কর্মসংস্থান তৈরিতে বদ্ধপরিকর। সকলকে জানাতে পেরে খুশি যে, বাংলায় তথ্য-প্রযুক্তি শিল্প নতুন উচ্চতায় পোঁছেছে। কলকাতায় ৫০ হাজার চাকরি দিয়েছে টিসিএস। ২০১১ সালে এই সংখ্যাটা ছিল ১৫ হাজার। এখন তা তিন গুণ বেড়ে গিয়েছে। সকলকে শুভেচ্ছা জানাই।’



সিঙ্গুর-নন্দীগ্রাম (Singur-Nandigram) আন্দোলনে ভর করে ক্ষমতায় এলেও, গত ১০ বছরে তৃণমূলনেত্রী (TMC) বাংলায় নতুন শিল্পও আনতে পারেননি এবং যথেষ্ট কর্মসংস্থানও সৃষ্টি করতে পারেননি বলে লাগাতার দাবি করে আসছে বিরোধীরা। শিল্পপতিরা বাংলায় (Bengal Global Business Summit) বিনিয়োগে আগ্রহী না হওয়া সত্ত্বেও বছর বছর কোটি কোটি টাকা খরচ করে শিল্প সম্মেলন করা নিয়েও মমতাকে বিঁধেছেন তাঁরা।


আরও পড়ুন: WB BJP Update: বিজেপি-র রাজ্য কমিটিতে রদবদল, নেই সায়ন্তন, সাধারণ সম্পাদক লকেট-অগ্নিমিত্রা


তার মধ্যেই গত ১০ বছরে কর্মসংস্থান তিন গুণ বেড়েছে বলে মন্তব্য করলেন মমতা। উল্লেখ্য, শহরে কর্মস্থান তৈরির শ্রেয় টিসিএস-কে (TCS) দিয়েছেন তিনি, যা কি না শিল্প সংগঠন টাটার শাখা সংস্থা, বিরোধী নেত্রী থাকাকালীন যাঁদের কারখানার বিরুদ্ধে সিহ্গুরে আন্দোলন করেছিলেন মমতা।


তবে বিগত কিছু সময় ধরে টাটার (Tata) সঙ্গে মমতার নতুন সমীকরণ তৈরি হতে দেখা গিয়েছে। কয়েক মাস আগে টাটার সঙ্গে হাত মিলিয়ে রাজ্যে দুই ক্যানসার হাসপাতাল তৈরির ঘোষণাও করেন মমতা। চিকিৎসার জন্য বাংলার মানুষকে যাতে বাইরে যেতে না হয়, তার জন্যই টাটার সঙ্গে হাত মিলিয়ে এই উদ্যোগ বলে সেই সময় জানিয়েছিলেন মমতা। এ দিনও কর্মসংস্থানের উল্লেখ করতে গিয়ে টিসিএস-কে কৃতিত্ব দিলেন তিনি।