প্রকাশ সিন্হা, কলকাতা: কয়লাকাণ্ডে ফের আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংহকে তলব করল ইডি। সূত্রের খবর, আগামী ১১ অক্টোবর সকাল ১১টা নাগাদ দিল্লির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে রাজ্যের গোয়েন্দা প্রধানকে।
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর জ্ঞানবন্ত সিংহকে কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করে ইডি। সূত্রের খবর, তাঁর বয়ান রেকর্ড করা হয়। ইডি-র দাবি, বয়ান মিলিয়ে দেখে রাজ্যের গোয়েন্দা প্রধানকে ফের জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। তাই জ্ঞানবন্ত সিংহ-কে ইডি-র দিল্লি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। খবর সূত্রের।
এখানে বলে রাখা প্রয়োজন, কয়লাকাণ্ডে আগেও কেন্দ্রীয় তদন্তকারী দলের মুখোমুখি হতে হয়েছিল জ্ঞানবন্তকে। গত এপ্রিল মাসে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল জ্ঞানবন্তকে।
আড়াই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সিবিআই দাবি করে, কয়লাপাচারের তদন্তে নেমে ইতিমধ্যেই বেশকিছু নথি তাঁদের হাতে এসেছে।
একাধিক সাক্ষী বয়ানে দাবি করেছেন, একদা আইজি পশ্চিমাঞ্চল জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গে পাচারকারীদের সম্পর্ক রয়েছে। তারই তথ্য যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ করা হয় শীর্ষস্থানীয় আইপিএস কর্তাকে।
গতমাসের ২৮ তারিখ, কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার ৪ সঙ্গীকে গ্রেফতার করেছে সিবিআই। ধৃত নারায়ণ নন্দ, জয়দেব মণ্ডল, নীরদ মণ্ডল ও গুরুপদ মাজিকে আজ আসানসোল আদালতে তোলা হলে, চারজনকেই সিবিআই হেফাজতে পাঠিয়ে দেন বিচারক।
এদিকে, কয়লাকাণ্ডে পাতিয়ালা হাউস কোর্টের হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গতকালই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন রুজিরা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, আবেদনে তিনি জানান, যে কোনও মহিলাকে অন্য রাজ্য থেকে তলব করার আগে তদন্ত করতে হয়। এক্ষেত্রে আইন মেনে ইডি-র তরফে তা করা হয়নি।
এছাড়াও, ই-মেলের মাধ্যমে ইডি-র সঙ্গে তিনি সহযোগিতা করেছেন বলে দিল্লি হাইকোর্টের কাছে আবেদনে জানিয়েছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়।
এর আগে কয়লাকাণ্ডে ইডি-র নোটিসের প্রেক্ষিতে ১২ অক্টোবর তাঁকে সশরীরে হাজিরা দিতে বলে পাতিয়ালা হাউস কোর্ট।
আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডে লালার চার সঙ্গীকে গ্রেফতার সিবিআইয়ের