নয়াদিল্লি: ফাইজার-বায়ো এনটেক কোভিড ভ্যাকসিন থেকে প্রদত্ত রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েকমাসের মধ্যেই উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। বিশেষ করে মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে এই পার্থক্য প্রকট হচ্ছে। যে কারণে, অনেককেই বুস্টার ডোজ নিতে হচ্ছে। এমনটাই দাবি করা হয়েছে গবেষণায়।


নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে বুধবার প্রকাশিত হয় প্রায় পাঁচ হাজার ইজরায়েলি স্বাস্থ্যকর্মীদের ওপর চালানো সমীক্ষায় বলা হয়েছে, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাসের মধ্যে প্রতিরক্ষামূলক অ্যান্টিবডি ক্রমাগত হ্রাস পেয়েছে। গবেষণায় দাবি করা হয়েছে, প্রতিরোধের স্তরগুলি প্রথমে তীক্ষ্ণ গতিতে এবং পরে মাঝারি গতিতে হ্রাস পেয়েছে।


গবেষণাদলের অন্যতম সদস্য গিলি রেগেভ-ইয়োচে জানান, বিশ্বব্যাপী গবেষকরা করোনাভাইরাস সংক্রমণ, মারাত্মক অসুস্থতা এবং মৃত্যু রোধে প্রয়োজনীয় অ্যান্টিবডির গুরুত্বপূর্ণ সীমা চিহ্নিত করার চেষ্টা করছেন। এই ধরনের গবেষণা বিভিন্ন গোষ্ঠীর ঝুঁকির মাত্রা এবং তাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলি মূল্যায়ন করতে সাহায্য করবে।


রামত গানের শেবা মেডিকেল সেন্টারের গবেষণায় দেখা গেছে, সুস্থ জনগোষ্ঠীর তুলনায় বয়স্ক ব্যক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাহীন মানুষের মধ্যে অ্যান্টিবডির মাত্রা কম পাওয়া গেছে। পুরুষদের অ্যান্টিবডির সংখ্যা মহিলাদের তুলনায় কম বলেও উঠে এসেছে গবেষণায়। 


এই কারণে, সমগ্র দেশবাসীকেই ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র এই বুস্টার ডোজকে এখনও পর্যন্ত নিজেদের দেশে বয়স্কদের ও ঝুঁকি বেশি এমন গোষ্ঠীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, এই গবেষণার পর হয়ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে ওয়াশিংটন।


ইজরায়েলি গবেষণায় উঠে আসা তত্ত্বকে সমর্থন করেছে কাতারে হওয়া আরেকটি গবেষণা, যার ফলাফলও একই পত্রিকায় প্রকাশ পেয়েছে। সেখানে বলা হয়েছে, ফাইজার-বায়ো এনটেক ভ্যাকসিনের কার্যকারিতা দ্বিতীয় ডোজ নেওয়ার পর প্রথম মাসে ৭৭.৫ শতাংশ থেকে নীচে নেমে পঞ্চম থেকে সপ্তম মাসের শেষে ২০ শতাংশে এসে ঠেকেছে। 


আরও পড়ুন: অক্টোবরের মধ্যে ৫-১২ বছর বয়সিদের ভ্যাকসিনের অনুমোদন পেতে পারে ফাইজার ?


আরও পড়ুন: ভারতে ছাড়পত্র পাওয়ার চূড়ান্ত পর্যায়ে ফাইজারের ভ্যাকসিন, জানালেন সংস্থার CEO