প্রকাশ সিনহা এবং কৌশিক গাঁতাইত, কলকাতা: কয়লা পাচার মামলায় আসানসোল আদালতে প্রশ্নের মুখে পড়ল সিবিআই। 'কত দিনে তদন্ত শেষ করবেন, আর কোনও চার্জশিট কি জমা দিচ্ছেন?' প্রশ্ন আসানসোলের সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর।
এদিন আদালতের তরফে বলা হয়, 'সবাইকে আদালতে হাজির করুন। শারীরিক কারণে আদালতে হাজির হতে না পারলে অ্যাম্বুল্যান্সে করেও আনতে হবে'। অভিযুক্ত পক্ষের আইনজীবীদের বললেন বিচারক রাজেশ চক্রবর্তী।
এরপর সিবিআই-এর তদন্তকারী অফিসার চার্জশিট পেশ করার জন্য সময় চান। তখন কয়লা পাচার মামলায় CBI-কে চূড়ান্ত চার্জশিট পেশের জন্য একমাস সময় দেন বিচারক। ৩ জুলাই পরবর্তী শুনানি, ওই দিনই চার্জ গঠনের সম্ভাবনা।
কয়লা পাচার মামলায়, আসানসোল আদালতে প্রশ্নের মুখে পড়ল CBI। কতদিনে তদন্ত শেষ করবেন? CBI-এর কাছে জানতে চাইলেন বিচারক। কয়লা পাচার মামলায়, মঙ্গলবার আসানসোলের বিশেষ CBI আদালতে, চূড়ান্ত চার্জ গঠন হওয়ার কথা ছিল।
এদিন, উপস্থিত ছিলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক উমেশকুমার সিংহ। কিন্তু ২ অভিযুক্তকে আদালতে হাজির করানো হয়নি এদিন। এরপরই বিচারক জানতে চান, কেন তাঁরা হাজিরা দেননি? উত্তরে CBI-এর আইনজীবী জানান, শারীরিক অসুস্থতার কারণে, তাঁরা হাজিরা দিতে পারেননি।
এরপর বিচারক জানতে চান, তদন্ত কি শেষ হয়ে গেছে? CBI জানায়, তারা আরেকটা চার্জশিট দেবে। বিচারক জানতে চান, সেই চার্জশিট কবে জমা দেওয়া হবে? সিবিআইয়ের তদন্তে অসন্তোষ প্রকাশ করে, বিচারপতি বলেন, দিনের পর দিন এটা চলতে পারে না। আপনারা তদন্তের নামে তাঁদের জেলে রেখে দেবেন, এটা চলতে পারে না। সবাইকে আদালতে হাজির করতে হবে।
১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। ৩ জুলাই চার্জগঠনের নির্দেশ দিয়েছেন বিচারক।
উল্লেখ্য, গত মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা। তাঁকে জামিন দেয় আদালত। তবে এই মামলার আর এক অভিযুক্ত বিনয় মিশ্র এখনও ফেরার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে