প্রকাশ সিনহা, কলকাতা: কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র ও বিকাশ মিশ্রের একটি কোম্পানির নামে কেনা সম্পত্তি বাজেয়প্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, পূর্ব বর্ধমানের গোপীনাথপুরে আনুমানিক ১৩ কোটি ৬৩ লক্ষ টাকা মূল্যের ওই সম্পত্তি বিনয় ও বিকাশের সংস্থার নামে কেনা হয়েছিল। এই মামলায় এর আগে একাধিক অভিযুক্তর ২০৪ কোটি টাকার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে। ইডি সূত্রে খবর, বিনয় ও বিকাশের আর কোথায় কোথায় সম্পত্তি রয়েছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
বিনয় মিশ্র ও বিকাশ মিশ্রের সম্পত্তি: সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডের তদন্ত করতে গিয়ে এই তথ্য উঠে এসেছে ইডির হাতে। শুধু তাই নয়, ৭৩১ কোটি টাকার একটা লেনদেনের তথ্য পেয়েছেন তদন্তকারীরা। যা লালা ওরফে অনুপ মাঝির মারফত করা হত বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত বিনয় মিশ্র ও বিকাশ মিশ্ সহ ২০৪ কোটি টাকার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে।
এদিকে গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রর বিরুদ্ধে আগে হুলিয়া জারি করেছিল CBI। সূত্রের খবর, এবার তাঁকে fugative economic offender বা পলাতক অর্থনৈতিক অপরাধী ঘোষণা করতে চলেছে আরেক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, এর জন্য প্রয়োজনীয় অনুমতি চেয়ে দিল্লির পাটিয়ালা কোর্টে আবেদনও করেছে কেন্দ্রীয় সংস্থা। কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র দীর্ঘদিন ধরেই ফেরার! ইতিমধ্যে তাঁর রাসবিহারীর বাড়ি অ্যাটাচ করেছে ইডি। কিন্তু বারবার তলব করা হলেও, তিনি হাজিরা দেননি। এই পরিস্থিতিতে এবার তাঁর বিরুদ্ধে ২০১৮ সালে মোদি সরকারের আনা fugative economic offenders আইন প্রয়োগ করতে চলেছে ইডি।
আরও পড়ুন: Alipurduar News: আলিপুরদুয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত একের পর এক দোকান