ওয়াশিংটন: কোভিড (Covid) আক্রান্ত হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। হোয়াইট হাউসের (White House) তরফ থেকে বৃহস্পতিবার এই বিষয়টি জানানো হয়েছে, তার সঙ্গেই জানানো হয়েছে যে 'খুবই মৃদু উপসর্গ' রয়েছে জো বাইডেনের।
হোয়াইট হাউসের তরফে থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে আমেরিকার প্রেসিডেন্টের চিকিৎসক কেভিন ও'কনর (Dr. Kevin O'Connor) জানিয়েছেন, বাইডেনের সর্দি লেগেছে, সামান্য শুকনো কাশি রয়েছে এবং ক্লান্তিও রয়েছে। হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে, কোভিডজনিত সমস্য়া কমানোর জন্য বিশেষ ধরনের অ্যান্টি-ভাইরাল ওষুধ দেওয়া হচ্ছে জো বাইডেনকে। এখন জো বাইডেনের বয়স ৭৯ বছর। তাঁকে টিকার জোড়া ডোজের পরে দুবার বুস্টার ডোজও দেওয়া হয়েছে। তারপরেও তাঁর কোভিড ধরা পড়ল। আপাতত হোয়াইট হাউসেই আইসোলেশনে রয়েছেন তিনি। সেখান থেকেই নিজের কাজ করছেন বলে জানানো হয়েছে।
কমলা হ্যারিস নেগেটিভ:
কোভিড পরীক্ষা করা হয়েছিল কমলা হ্যারিসের। তিনি কোভিড নেগেটিভ বলে জানিয়েছে হোয়াউট হাউস।
সম্প্রতি সফর করেছেন:
গত সপ্তাহেই মধ্য প্রাচ্যে সফর করেছিলেন জো বাইডেন। সেখানে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে দেখা করেছিলেন, হাত মিলিয়েছিলেন। একাধিক কর্মসূচি ছিল। তার আগে মে মাসে টোকিওতে গিয়েছিলেন তিনি। সেখানেই কোয়াড সামিটে তাঁর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল নরেন্দ্র মোদির।
প্রধানমন্ত্রীর বার্তা:
বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
বাইডেনের টুইট:
মোদির টুইটের পরেই টুইট করে তাঁর স্বাস্থ্যের খবর জানান জো বাইডেন। তিনি ভাল রয়েছেন বলে জানান।
আরও পড়ুন: 'পিৎজা'-র গাণিতিক 'ব্যাখ্যা', ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়