শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের মাতৃমায় পিকু (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) বিভাগ খোলা হল। বুধবার ১৫ বেডের এই বিভাগের উদ্বোধন করেন জেলাশাসক পবন কাদিয়ান। কর্মসূচিতে স্বাস্থ্য বিষয়ক উত্তরবঙ্গের ওএসডি ডা: সুশান্ত রায়, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: সুকান্ত বিশ্বাস , মেডিকেল কলেজের অধ্যক্ষ ড: সুকুমার বসাক, এমএসভিপি ডা: রাজীব প্রসাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


জানা গিয়েছে, ১২ বছর পর্যন্ত শিশুদের সেখানে চিকিৎসা  দেওয়া হবে। এমএসভিপি জানিয়েছেন, আগে সংকটজনক শিশুদের বাইরে রেফার করা হতো। এখন এখানে রেখেই চিকিৎসা  করা যাবে। 


এদিকে করোনার তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্ক রয়েছে। তার মধ্যে স্কুল কলেজ খোলার ভাবনা চিন্তা শুরু হয়েছে। দ্রুত কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা এবং পড়ুয়া-শিক্ষক-শিক্ষাকর্মীদের ভ্যাকসিনেশনের দাবিতে সম্প্রতি পথে নেমেছিলেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। 


এই প্রেক্ষাপটে, রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ফের ক্লাস শুরুর লক্ষ্যে উদ্যোগী হল সরকার। আজ রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে সব জেলাশাসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশিকা জারি করে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব পড়ুয়াদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে হবে। 


স্বাস্থ্য দফতর এবং উচ্চশিক্ষা দফতরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি করবে। সংশ্লিষ্ট কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ক্যাম্পের স্থান, ভ্যাকসিনেশনের তারিখ ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসেও ভ্যাকসিনেশনের আয়োজন করার কথা বলা হয়েছে। 


রাজ্যে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে লাগাতার বিক্ষোভ আন্দোলন করে চলেছে বাম ছাত্র সংগঠন। কখনও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন এসএফআইয়ের সদস্যরা। আবার কখনও একই দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনেও বিক্ষোভ অবস্থান শুরু করে তারা।