সুজিত মণ্ডল, নদিয়া: রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু (Dengue Death), এবার নদিয়ার (Nadia) রানাঘাটে। ডেঙ্গি আক্রান্ত হয়ে রানাঘাট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর মৃত্যু। গত চারদিন ধরে জ্বরে ভুগছিলেন সুস্মিতা মণ্ডল।
কী জানা গেল?
রানাঘাট কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন সুস্মিতা। সোমবার রাতে রানাঘাট মহকুমা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। শান্তিপুর থানা এলাকা বাসিন্দা, ২১ বছরের তরুণীকে প্রথমে হবিবপুরের যাদবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল বলে খবর। সেখান থেকে রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলা হলেও সূত্রের খবর, তরুণীর পরিবার তাঁকে একটি নার্সিং হোমে ভর্তি করায়। গত কাল সন্ধের দিকে সেখান থেকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল সুস্মিতাকে। আনার দেড় ঘণ্টার মধ্যেই মারা যান তরুণী। পরিবারের অভিযোগ, যে নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছিল তারা চিকিৎসায় গাফিলতি করেছে। প্রসঙ্গত, এদিনই আবার ভাঙড়ের বাসিন্দা এক যুবতীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। মনোয়ারা বিবি নামে ওই যুবতী ভর্তি ছিলেন বেলেঘাটা আইডি হাসপাতালে।
মৃত্যু ভাঙড়ের বাসিন্দার...
বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, মনোয়ারা বিবির রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গি পজিটিভ আসে। তাঁর একাধিক অঙ্গপ্রত্যঙ্গ প্রভাবিত হয়েছিল। তিনি "ডেঙ্গি শক সিনড্রোমে' আক্রান্ত হন বলেও খবর। গত কাল, অর্থাৎ সোমবার, ৩৩ বছর বয়সী ওই যুবতীর মৃত্যু হয়। মনোয়ারা বিবি বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে আসেন তিনি। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা চলছিল তাঁর।রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি যে উদ্বেগজনক, সে কথা গত কয়েকদিন ধরেই শিরোনামে। স্বাস্থ্য দফতরের পর্যালোচনা বৈঠকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরে ৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ছিল ২৪ হাজার ৭০৯। জুলাই থেকে অগাস্ট, রাজ্যে ৫ গুণ বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জুনে আক্রান্ত ৬২৪, জুলাইয়ে আক্রান্ত ৩ হাজার ৭৭৮। অগাস্টে ডেঙ্গি আক্রান্ত ১৫ হাজার ৬৭২ কলকাতা পুরসভা এলাকায় এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত ১৫০০। বেসরকারি মতে ডেঙ্গিতে রাজ্যে মৃতের সংখ্যা ৩১, সরকারি মতে মৃতের সংখ্যা ৩। গত কাল জানা যায়, রাজ্যে এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৫৮ জন বেড়েছে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ২৮ হাজার ৬৭। ডেঙ্গি সংক্রমণে শীর্ষস্থানে উত্তর ২৪ পরগনা। আক্রান্ত ৬ হাজার ৯২৫ জন। ২ নম্বরে নদিয়া, আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৬৯। তৃতীয় কলকাতা। ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪১৬ জন। এরপর রয়েছে মুর্শিদাবাদ। সেখানে আক্রান্ত ৩ হাজার ৪০৭। হুগলিতে ২ হাজার ৬০০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। হাওড়ায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৬৮। শহরজুড়ে ডেঙ্গি আক্রান্ত ও ডেঙ্গি সন্দেহে ভর্তির সংখ্য়া যে হারে বাড়ছে তাতে সরকারি ও বেসরকারি হাসপাতালে ঘুরে বহুক্ষেত্রেই একটি বেড পেতে সমস্য়ায় পড়ছেন রোগীরা।
আরও পড়ুন:এবার বছরে দু'বার উচ্চ মাধ্যমিক? কীভাবে হবে পরীক্ষা?