শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ইচ্ছা থাকলেই উপায় হয়! পুরনো প্রবাদ, কিন্তু অর্থহীন যে নয় তা ফের প্রমাণ করে দিলেন গীতা দেবী (Coochbehar College Student In Republic Day Parade 2024)। শুধুমাত্র আগ্রহ, একাগ্রতা এবং অদম্য ইচ্ছাশক্তি সম্বল করে দিনহাটার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা, কলেজ পড়ুয়া গীতা দেবী পৌঁছে যাচ্ছেন দিল্লিতে। এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়ার কথা তাঁর। 


বিশদ...
খারুভাঁজ। নাম না জানা দিনহাটার প্রত্যন্ত গ্রাম এটি। গ্রামজুড়ে এখন শুধুই গীতা দেবীকে নিয়ে রমরমা। দিনহাটা ২ নম্বর ব্লকের খারুভাঁজ এলাকার দক্ষিণ কদমতলার এই বাসিন্দা, বর্তমানে কোচবিহার কলেজের বাংলা অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী। জানালেন, শুক্রবার ই-মেল করে প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে প্যারেডে অংশগ্রহণের বিষয়টি জানানো হয় তাঁকে। তার পর থেকে খুশির হাওয়া গোটা পরিবারে। ৩১ ডিসেম্বর দিল্লিতে হাজির হতে বলা হয়েছে গীতাকে।  
      স্বাভাবিক ভাবে এমন খবরে ভীষণ খুশি কলেজছাত্রীর বাবা অজিত কুমার রায় ও মা ঝর্না রায়।  অজিতবাবু বললেন, 'ছোটবেলা থেকে সেবামূলক কাজের প্রতি ওর খুব আগ্রহ রয়েছে। কোচবিহার কলেজে ভর্তি হয়ে সেই আগ্রহ অনেকটা বেড়ে যায়।' মা ঝর্নার কথাতেও একসুর। বললেন, 'মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে পাশ করেছিল। এখন বাংলা অনার্স পড়ছে কোচবিহার কলেজে। ওঁর বাবা কৃষিকাজ করেন। নিম্নমধ্যবিত্ত পরিবার।'
   কোচবিহারের প্রত্যন্ত গ্রামের এক নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়েও গীতা প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় খুশি গ্রামের বাসিন্দারা। পেশায় শিক্ষক এক স্থানীয় বাসিন্দার কথায়, 'দিল্লিতে প্যারাডে ওঁর এই সুযোগ পাওয়া গ্রামের অন্য মেয়েদেরও উৎসাহিত করবে।' যাঁকে নিয়ে এত মাতামাতি, সেই গীতাদেবী কী বললেন?


নিজের বয়ানে..
তাঁর পাখির চোখ তৈরি। ভবিষ্যতে প্রতিরক্ষা বিভাগে যোগ দিয়ে দেশের সেবা করতে চান, জানালেন গীতা। কোচবিহার কলেজ সূত্রে খবর, তাদের কলেজের ইতিহাসে এই প্রথম একজন পড়ুয়া দিল্লির প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে। এমন গর্বের বিষয়ে অত্যন্ত খুশির মেজাজ কলেজেও। জানা গিয়েছে, কোচবিহার জেলা  থেকে মোট দু'জন এবং গোটা রাজ্য থেকে মোট আটজন এবার এই কুচকাওয়াজে যোগ দেবেন। তাঁর মধ্যে নিজেদের গ্রামের মেয়েও থাকব, জানতে পেরে আনন্দ ধরছে না খারুভাঁজের বাসিন্দাদের। কখন আসবে সেই মুহূর্ত, কাউন্টডাউন শুরু করে দিয়েছেন তাঁরা।


আরও পড়ুন:সেরা শান্তিপূর্ণ জেলার শিরোপা পেল ডায়মন্ড হারবার, তীব্র কটাক্ষ ছুড়ে দিলন শুভেন্দু