শুধু গ্রাম-গঞ্জ নয়। শহর , শহরতলিতেও বেহাল রাস্তাঘাট। বর্ষায় অবস্থা আরও শোচনীয়। প্রবল বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ। আতঙ্কে, ঝুঁকিপূর্ণ যাতায়াত করছেন মানুষ।  বিপদ মাথায় নিয়ে চলছে যান চলাচল। জায়গায় জায়গায় খানাখন্দ, বিরাট বড় হাঁ করে থাকা গর্ত। ভরা বর্ষায় জল জমে আরও ভয়ঙ্কর পরিস্থিতি। এমন অবস্থা যদি হয় আপনারও, আপনিও যদি খারাপ রাস্তা নিয়ে নাজেহাল হয়ে থাকেন, কাকে বলবেন ভেবে না পান, তাহলে একটা উপায় আছে।  দৌড়ি না করে, আপনার ফোন থেকেই সরাসরি সরকারি অফিসারদের কাছে পৌঁছে দিন আপনার অভিযোগ। এর জন্য একটি অ্যাপ চালু করা হয়েছে। যা আপনি ফোনে ডাউনলোড করতে পারেন। তার মাধ্যমেই আপনি আপনার এলাকার খারাপ রাস্তার অভিযোগ করতে পারেন।

Continues below advertisement

এই অ্যাপের মাধ্যমে অভিযোগ করতে পারেন 

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB) SAMEER নামে একটি অ্যাপ চালু করেছে। যার মাধ্যমে সাধারণ মানুষ তাদের এলাকার খারাপ রাস্তা সম্পর্কিত অভিযোগ সরাসরি সংশ্লিষ্ট বিভাগে জানাতে পারে। এই অ্যাপে ছবি, লোকেশন এবং অভিযোগের তথ্য আপলোড করার সুবিধা রয়েছে। আপনি অভিযোগ করার সঙ্গে সঙ্গেই তা স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে পৌরসভা বা সংশ্লিষ্ট এজেন্সিতে পাঠানো হয়। 

এই অ্যাপে করা অভিযোগের স্ট্যাটাসও আপনি রিয়েল টাইমে ট্র্যাক করতে পারেন। অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং iOS উভয়তেই উপলব্ধ এবং এটি ব্যবহার করা খুবই সহজ। আপনি আপনার এলাকার রাস্তার গর্ত, আবর্জনার স্তূপ ইত্যাদি সম্পর্কেও অভিযোগ জানাতে পারেন।

Continues below advertisement

অভিযোগ নথিভুক্ত করার জন্য কী করবেন - 

সমীর অ্যাপের মাধ্যমে অভিযোগ নথিভুক্ত করার জন্য, প্রথমে আপনাকে আপনার মোবাইলে Sameer App ইনস্টল করতে হবে। এর পরে অ্যাপটি খুলুন এবং Add Complaints বিভাগ থেকে Unpaved Road/Pits অপশন নির্বাচন করুন। এর পরে খারাপ রাস্তার ছবি তুলুন এবং আপলোড করুন। রাস্তার খারাপ অবস্থা সম্পর্কে কিছু বিবরণও লিখতে পারেন । এছাড়াও, আপনি আপনার বর্তমান লোকেশন চালু করে খারাপ রাস্তার সঠিক অবস্থানের তথ্যও দিতে পারেন। এর পরে, আপনার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আপনার অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।  আপনি আপনার অভিযোগের স্ট্যাটাসও পরীক্ষা করতে পারেন।

ভরা বর্ষায় শহরের রাস্তা দিনে দিনে হয়েছে কার্যত কঙ্কালসার।  মেরামতি কাজ হলেও,অভিযোগ, তাতেই চাঙড় উঠে রাস্তা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে বর্ষায়। রাস্তা জুড়ে পদে পদে তৈরি হয়েছে গর্ত। যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড় কোনও অঘটন।  এই সমস্যা এড়াতে এর থেকে ভাল উপায় আর কী হতে পারে?