মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ফের ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ। এবার একটি বেসরকারি ব্যাঙ্কে। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পানাগড়ে একটি বেসরকারি ব্যাঙ্কের (Bank) ভিতর থেকে গ্রাহকের ১২ হাজার টাকা লোপাট করে দেওয়ার অভিযোগ উঠল।  


কী অভিযোগ:
পানাগড় রেলপাড়ের বাসিন্দা সুশোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে ৫০ হাজার টাকা জমা করার জন্য ব্যাঙ্কে যান। সূত্রের খবর, এই সময় এক মাঝবয়সী লোক ব্যাঙ্কের ক্যাশিয়ারকে জিজ্ঞেস করে ডলার ভাঙানো যাবে কিনা। ওই সময়ে কাউন্টারের সামনেই দাঁড়িয়ে ছিলেন সুশোভন চট্টোপাধ্যায়। তাঁর দাবি, ক্যাশিয়ারের সঙ্গে কথা বলার পরে ওই ব্যক্তি এগিয়ে এসে তাঁর সঙ্গে কথা বলেন। তাঁকে ওই ব্যক্তি একটি ডলার দেখিয়ে জিজ্ঞেস করেন সেটি কোথায় ভাঙানো যাবে। কথা বলতে বলতেই তাঁর হাতে থাকা ৫০ হাজার টাকার বান্ডিল টান মেরে নিয়ে নেন ওই ব্যক্তি, এমনটাই অভিযোগ সুশোভন চট্টোপাধ্যায়ের। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন সুশোভন। তারপরেই ওই ব্যক্তি ক্ষমা চেয়ে বান্ডিল দিয়ে দেন। তারপরেই চোখের নিমেষে ব্যাঙ্ক থেকে ওই ব্যক্তি বেরিয়ে যান বলে দাবি সুশোভনের। তারপরে সন্দেহ হওয়ায় ওই বান্ডিলের টাকা ফের গুনে দেখেন সুশোভন। সেই সময় তিনি খেয়াল করেন সেখানে ১২ হাজার টাকা নেই। গোটা ঘটনার পরে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুশোভন।  তিনি বলেন, 'ব্যাঙ্কের ভিতর থেকে এইভাবে টাকা ছিনতাই হবে ভাবতে পারছি না। আতঙ্কের মধ্যে রয়েছি। নিরাপত্তার অভাব বোধ করছি।'


কী বলছে ব্যাঙ্ক-পুলিশ:
ব্যাঙ্ক (Bank) কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন সুশোভন চট্টোপাধ্যায়। ওই ব্যাঙ্ক আধিকারিক জানাচ্ছেন, তাঁরা ভেবেছিলেন ওই ব্যক্তি কারও সঙ্গে এসেছেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, তারা বুঝতে পারেনননি যে এক প্রতারক ব্যাঙ্কের ভিতর থেকে গ্রাহকের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে চলে যাবে। ওই প্রতারক একটি চারচাকা গাড়ি করে এসেছিল বলে দাবি। সিসিটিভি (CCTV) ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে।


আরও পড়ুন: টাকা তছরুপের অভিযোগ, পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার তৃণমূলের