রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: নিম্নমানের চাল (low quality rice) বিলির অভিযোগে জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়িতে রেশন দোকান (Ration shop) বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। জাতীয় সড়ক অবরোধও করেন তাঁরা। ঘটনার জেরে অভিযুক্ত রেশন ডিলারকে সাসপেন্ড (dealer suspended) করল খাদ্য দফতর। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা (political tussle)। 


সাসপেন্ড রেশন ডিলার


প্রধান খাদ্য যেখানে ভাত, আর বেশিরভাগ মানুষেরই ভরসা যেখানে রেশন দোকান। সেখানে সেই চালেরই মান খারাপ। সন্দেহ হতেই ক্ষিপ্ত বাসিন্দারা। শুরু হল ধুন্ধুমার।


রেশনের দাবিতে জলপাইগুড়ির ধূপগুড়িতে ধুন্ধুমার। রেশন দোকান বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। ঝামেলা নিয়ন্ত্রণে আনতে, সঙ্গে সঙ্গে রেশন ডিলারকে সাসপেন্ড করল খাদ্য দফতর। 


শনিবার সকালে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ধূপগুড়ির শালবাড়ি এলাকা। রেশন ডিলার অতীশ ঘোষের দোকানের সামনে বিক্ষোভ দেখান গ্রাহকরা। তাঁদের অভিযোগ, এই রেশন দোকান থেকে নিম্নমানের চাল দেওয়া হচ্ছিল। সেইসঙ্গে দীর্ঘদিন ধরে, পরে জিনিসপত্র দেওয়ার কথা বলে ডিউ স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ। এমনকী করোনাকালেও এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। কিন্তু পরে আর কিছুই দেওয়া হয় না। শনিবার রেশন দোকান বন্ধ করে দেন ক্ষুব্ধ গ্রাহকরা। 


ধূপগুড়ির শালবাড়ির বাসিন্দা প্রমোদ বর্মনের অভিযোগ, 'এমন পচা চাল দিচ্ছিল যে খেতে পারছিলাম না। লকডাউনের সময় থেকে ডিউ স্লিপ ধরাচ্ছিল। মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। প্রশাসনও দেখছে না। পুলিশের সামনে তালা মেরে দিয়েছি।'


রেশন-বিক্ষোভ নিয়ে রাজনীতি


এই রেশন বিক্ষোভ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, রেশন-দুর্নীতির নেপথ্যে রয়েছে তৃণমূল। অন্যদিকে প্রশাসনিক তদন্তের আশ্বাস দিয়েছে শাসকদল।


জলপাইগুড়ির বিজেপির জেলা সম্পাদক শ্যাম প্রসাদ বলেন, 'কোভিডের সময় সরকারি রেশন বাইরে বিক্রি করেছে। এর মধ্যে রাজনৈতিক মদত রয়েছে। রেশন মালিকের সঙ্গে তৃণমূল নেতারা যুক্ত। কাটমানি নিয়ে রেশন নিয়ে ব্যবসা হচ্ছে।' ধূপগুড়ি পুরসভার তৃণমূল নেতা ও ভাইস চেয়ারম্যান রাজেশ সিংহের বক্তব্য, 'শালবাড়ি নিয়ে আগে অভিযোগ আসেনি। প্রশাসনিক তদন্ত হবে। মানুষের অভিযোগ খতিয়ে দেখা হবে।' 


আরও পড়ুন: West Bengal BJP: মোদির ২০ বছরের শাসনকাল উদযাপন ভিতরে, বক্তৃতা করছেন খোদ জাভড়েকর, বাইরে বিজেপি কর্মীদের মারামারি


অভিযুক্ত রেশন ডিলার অতীশ ঘোষকে একবছরের জন্য সাসপেন্ড করেছে খাদ্য দফতর। রবিবার থেকে অন্য ডিলারকে দিয়ে ওই এলাকায় রেশন বিলি করা হবে বলে জানিয়েছে খাদ্য দফতর।