কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ফের বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে জলে তলিয়ে গেল এক দ্বাদশ শ্রেণির ছাত্র (student)। এবারেও ঘটনাস্থল দামোদর (Damodar)। ঠিক কী ঘটেছিল?


নদীর জলে তলিয়ে গেল দ্বাদশ শ্রেণির ছাত্র


বন্ধুদের সঙ্গে দামোদরের চড়ে ঘুরতে গিয়েছিল ১৭ বছরের সৌরশুভ্র। কিন্তু সেখানেই মর্মান্তিক অঘটন। নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু (death by drowning) হল দ্বাদশ শ্রেণির ওই ছাত্রের। মৃতের নাম সৌরশুভ্র সাঁই। তার বাড়ি বর্ধমান শহরের কালনাগেট জামতলা এলাকায়। খণ্ডঘোষের গৈতানপুর এলাকার ঘটনা।


স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার কয়েকজন বন্ধুর সঙ্গে গৈতানপুরে দামোদরের চড়ে ঘুরতে যায় সৌরশুভ্র সাঁই। স্নান করতে নামে বাকি বন্ধুদের সঙ্গে। কিন্তু স্নান সেরে অন্যান্য বন্ধুরা পাড়ে উঠে এলেও তলিয়ে যায় সৌরশুভ্র। এরপরই তার খোঁজে তল্লাশিতে নামে জেলা বিপর্যয় ব্যবস্থাপন দফতর, সিভিল ডিফেন্স, খণ্ডঘোষ থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। সেইদিন খোঁজ করে মেলেনি দেহ। শনিবার তার দেহ উদ্ধার হয়।


পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।


আরও পড়ুন: Post Poll Violence Case: ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই-জালে ৩, বীরভূম জুড়ে তল্লাশির পর গ্রেফতারি


অন্যদিকে, দিন কয়েক আগে দ্বারকেশ্বর নদে (Dwarkeswar River) স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ হন এক মহিলা। ফের দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে তলিয়ে গেল এক মহিলা (Lady)। ঘটনা বাঁকুড়ার দ্বারকেশ্বর নদের কেঞ্জাকুড়া সঞ্জীবনী ঘাটের।


পুলিশ সুত্রে জানা গিয়েছে, স্থানীয় কেঞ্জাকুড়া গ্রামের বছর ৩৯ -র সীমা দত্ত নামে এক মহিলা স্নান করতে গিয়েছিলেন দ্বারকেশ্বর নদের ওই ঘাটে। এরপরে দ্বারকেশ্বর নদের স্রোতে তলিয়ে যান তিনি। তারপর থেকে তাঁর আজ খোঁজ পাওয়া যায়নি। সকাল ৮ টা নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উদ্ধারকার্যে নামে স্থানীয় মানুষ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিভিল ডিফেন্স ও বাঁকুড়া সদর থানার পুলিশ। নিখোঁজ মহিলার খোঁজে নদী বক্ষে চলছে জোরদার তল্লাশি। প্রসঙ্গত, দ্বারকেশ্বর নদের জলের তোড়ে এবার ভেঙে পড়ে বাঁকুড়ার ভাদুল সুরপানগর কজওয়ে। ওই কাজওয়ের ওপর দিয়ে নদের জল বইতে শুরু করে। পরদিন সকালে কজওয়ের একাংশ ভেঙে পড়ায় ওই সেতু দিয়ে ভাদুল সুরপানগর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।