অর্ণব মুখোপাধ্যায়, দমদম: দমদমের (Dumdum) সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনে (Sarojini Naidu College for Women) ছাত্রীদের পোশাক (Dress Controversy) নিয়ে আপত্তি তোলা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ উঠেছে ছাত্রীদের বডি শেমিং-এরও (Body shaming)। প্রতিবাদে গতকাল ও আজ কলেজের গেটে বিক্ষোভ দেখান ছাত্রীরা। পরিচালন সমিতির (Management Committee) সভাপতি জানিয়েছেন, ছাত্রীদের অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।


পোশাক বিতর্কে কলেজে বিক্ষোভ ছাত্রীদের: কলকাতার বুকে মেয়েদের কলেজে পোশাক বিতর্ক। কোনও নির্দেশিকা জারি না হলেও চুড়িদার পরে কলেজে আসতে বলা হচ্ছে বলে অভিযোগ। অন্য পোশাক পরলে জানানো হচ্ছে আপত্তি। উঠেছে বডি শেমিং-এর অভিযোগও। এই নিয়ে বিতর্কে জড়িয়েছে দমদমের সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন-এ। ছাত্রীদের অভিযোগ, কলেজে নিযুক্ত এক অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মী পোশাকের ওপর নজরদারি চালাচ্ছেন। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন অন্য শিক্ষা কর্মীরাও। কলেজে জিন্স, ক্যাপ্রি পরে এলে আপত্তি করা হচ্ছে। ছাত্রীদের অভিযোগ, প্রিন্সিপালের নির্দেশেই এ সব হচ্ছে। প্রতিবাদে বুধবার ও বৃহস্পতিবার কলেজের গেটে বিক্ষোভ দেখান ছাত্রীরা। প্রতিবাদে এদিন কিছু ছাত্রী ক্লাস করেননি। সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের এক ছাত্রী কোয়েনা সাহার দাবি, “আমি ক্যাপ্রি পরে এসেছিলাম। আমাকে ক্যাপ্রি পরে কলেজ করতে বারণ করল।’’ ওই কলেজেরই আরেক ছাত্রী অঙ্কিতা পোল্লের অভিযোগ, “আমি স্কার্ট পরে এসেছিলাম। আমাকে বলল, ভারী চেহারায় এই পোশাক পরেছো কেন? বডি শেমিং করেছে।’’


ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে কলেজের তৃণমূল পরিচালিত ইউনিয়নও। ছাত্রীদের দাবি, কলেজ কর্তৃপক্ষকে এর বিহিত করতে হবে। কলেজের পরিচালন সমিতি জানিয়েছে, অসুবিধা হয়ে থাকলে ছাত্রীরা তাঁদের সঙ্গে কথা বলুন। প্রিন্সিপালের সঙ্গে কথা বলে বিষয়টি দেখা হবে। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে কলেজের প্রিন্সিপাল ঊর্মিলা উকিলকে এদিন দুপুরে ফোন করা হলে তিনি জানান, ব্যস্ত আছেন, এ নিয়ে কিছু বলতে পারছেন না। পরে ফোন করা হলেও তিনি ধরেননি।  ছাত্রীরা জানিয়েছেন, কলেজের পরিচালন সমিতির কাছে তাঁরা অভিযোগ জানাবেন।


চলতি বছর মার্চ মাসে আচার্য জগদীশচন্দ্র কলেজে পোশাক নিয়ে ফরমান জারি করা হয়। কৃত্রিমভাবে ছেঁড়া পোশাক বা প্যান্ট পরায় নিষেধাজ্ঞা জারি কলেজে। নির্দেশিকা জারি করে বলা হয়, “ছেঁড়া-ফাটা পোশাক পরে এলেই কলেজ থেকে টিসি।‘’ ছেঁড়া-ফাটা পোশাক পরে আসা যাবে না কলেজে’’। পোশাক নিয়ে কড়া অবস্থান নেন আচার্য জগদীশচন্দ্র কলেজের অধ্যক্ষ। 


আরও পড়ুন: Manik Bhattacharya: "কোনও অথরিটি আমার বিরুদ্ধে কোনও অর্ডার করেননি,'' প্রতিক্রিয়া মানিক ভট্টাচার্যর