কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: যাদবপুরে (Jadavpur University) ফের ব়্যাগিংয়ের (Jadavpur University Ragging) অভিযোগ। যাদবপুরের মেন হস্টেলে ফের ব়্যাগিংয়ের অভিযোগ পড়ুয়ার। নাম গোপন রেখে অভিযোগ কর্তৃপক্ষকে। 'হস্টেলে থাকতে নিরাপদ বোধ করছি না, পড়াশোনা চালানো সম্ভব নয়।' অভিযোগপত্রে এমনটাই লিখেছেন স্নাতকোত্তরের প্রথমবর্ষের পড়ুয়া, খবর সূত্রের।


কদিন আগেই মেন হস্টেলে (JU Main Hostel) ব়্যাগিংয়ের কারণেই ছাত্রমৃত্যুর অভিযোগ উঠেছিল। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। ব়্যাগিং করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল প্রাক্তনীদের। তারপরেও হুঁশ ফেরেনি? উঠছে প্রশ্ন।


সূত্রের খবর, দর্শন বিভাগের এক পড়ুয়া এই অভিযোগ করেছেন। ভয় পেয়েই নাম গোপন রেখে অভিযোগ করা হয়েছে। তিন মাস-সাড়ে তিন মাস আগে যে হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনা ঘটেছে, সেইখানেই অভিযোগ উঠেছে। সূত্রের খবর, ওই পড়ুয়া হস্টেল ছেড়ে তিনি চলে গিয়েছেন। ওই হস্টেলে থাকতে চান না তিনি। ওইখানে থাকলে তিনি আর পড়াশোনা করতে পারবেন না, এমন দাবি করেই তিনি হস্টেল ছেড়েছেন বলে জানিয়েছেন।
র‍্যাগিং-এর অভিযোগ তুলে মেন হস্টেল ছাড়লেন স্নাতকোত্তরের প্রথম বর্ষের পড়ুয়া। সূত্রের খবর, মেন হস্টেলে যাওয়ার পর ২৫ নভেম্বর থেকে ওই ছাত্রের ওপর র‍্যাগিং শুরু হয় বলে অভিযোগ। এমনকী, এবারও সিনিয়রদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে জিবি ডাকার। সূত্রের খবর, ছাত্রটি ঘনিষ্ঠ মহলে জানান, হস্টেলে মোটেই নিরাপদ বোধ করছে না। নাম গোপন রেখে অভিযোগ জানান, ডিন অফ আর্টসের কাছে। শেষমেশ, বুধবারই হস্টেল ছেড়ে চলে যান তিনি। ছাত্রের অভিযোগের ভিত্তিতে থার্ড পার্টির অভিযোগ জমা পড়ে ডিন অফ স্টুডেন্টস-র কাছে।


যাদবপুর হস্টেল কর্তৃপক্ষ ব়্যাগিং রোধে অপারগ, সেই কারণেই বারবার ব়্যাগিংয়ের ঘটনা ঘটছে বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের একাংশ। যাঁরা জেলবন্দি নন কিন্তু একাধিক সময় অভিযোগ উঠে এসেছে যাঁদের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নরম মনোভাব নিয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, অভিযোগ পেয়েই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অ্যান্টি ব়্যাগিং কমিটির বৈঠকও করা হবে, সেই সুপারিশ মেনে পদক্ষেপ করা হবে বলে বলা দাবি করা হয়েছে। প্রশ্ন উঠছে যে মাত্র কয়েকমাস আগে যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে ব়্যাগিংয়ের জেরে ছাত্রমৃত্যুর ঘটনা ঘটেছে। তা নিয়ে প্রবল তোলপাড় হওয়া সত্ত্বেও এখনও কেন ব়্যাগিংয়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি সেই নিয়ে প্রশ্ন উঠেছে। 


আরও পড়ুন: 'বিজেপি আনবে পরিবর্তন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হবে..যেতে হবে..'