মুম্বই : ফের হুমকির মুখে সলমন খান (Salman Khan)। ফেসবুক পোস্টে পরোক্ষভাবে হুমকি দেওয়া হয়েছে বলি অভিনেতাকে। তারপরই তড়িঘড়ি ভাইজানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে মুম্বই পুলিশ। পাশাপাশি তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণৈ-এর হুমকির পরে ইতিমধ্যেই সলমনকে Y প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছে মুম্বই পুলিশের তরফে। 


রবিবার গ্যাংস্টার লরেন্স বিষ্ণৈ নামের একটি অ্যাকাউন্ট থেকে ফেসবুকে একটি মেসেজ পোস্ট করা হয়েছে। তাতে পাঞ্জাবি গায়ক-অভিনেতা জিপ্পি গ্রেওয়ালের উদ্দেশে লেখা হয়েছে, "আপনি সলমন খানকে ভাই সম্বোধন করেন। এবার আপনার 'ভাইকে' এসে আপনাকে রক্ষা করতে হবে। এই মেসেজটা সলমন খানের জন্যও। এই ভুল ধারণায় থাকবেন না যে, দাউদ এসে আপনাকে রক্ষা করবে। কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সিধু মুসেওয়ালার মৃত্যু নিয়ে আপনার নাটকীয় জবাব অদেখা ছিল না। আমরা সকলে জানি, উনি কী ধরনের লোক ছিলেন এবং কীরকম অপরাধ জগতের সঙ্গে তাঁর যোগ ছিল। এবার আপনি আমাদের রাডারে চলে এসেছেন। এটাকে ট্রেলর হিসাবে নিন। গোটা ছবিটা শীঘ্রই মুক্তি পাবে। পৃথিবীর যে কোনও দেশে উড়ে যান, কিন্তু মনে রাখবেন, মৃত্যুর কোনও ভিসার প্রয়োজন নেই। হঠাৎই তা নিমন্ত্রণ ছাড়াই আসে।"


এর আগে গ্রেওয়াল জানিয়েছেন. তাঁর কানাডার ভ্যাঙ্কোভারের বাড়ির বাইরে গুলি চলেছে। যার দায় নিয়েছে বিষ্ণৈ। সেই ঘটনার পর, গ্রেওয়াল বলেছেন, সলমনের সঙ্গে তাঁর বন্ধুত্ব নেই। অভিনেতার সঙ্গে মাত্র দু'বার দেখা হয়েছে তাঁর। 


এদিকে নতুন করে হুমকি আসায় বলিউডের ভাইজানকে সতর্ক করে দিয়েছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের তরফে বলা হয়েছে, সংশ্লিষ্ট সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের কাছে জানতে চাওয়া হয়েছে কোথা থেকে এই পোস্ট করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে ওই অ্যাকাউন্টটি কি সত্যিই বিষ্ণৈ-এর। যদি সে হয়, তাহলে কে তা হ্যান্ডেল করছে ? কারণ, এই মুহূর্তে জেলে রয়েছে বিষ্ণৈ। তারা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস পাওয়ার চেষ্টা করছে।


২০২২ সালের নভেম্বর মাস থেকে, অভিনেতাকে Y প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। এছাড়া সলমনকে ব্যক্তিগত অস্ত্র সঙ্গে রাখার লাইসেন্সও দেওয়া হয়েছে। এর পাশাপাশি বুলেট প্রুফ গাড়ি কিনেছেন ভাইজান। এবছরই এপ্রিল মাসে হুমকি মেল পান সলমনের আপ্ত সহায়ক। তার পরেই সলমনের বাড়ি ঘিরে নিরাপত্তা বাড়িয়ে দেয় মুম্বই পুলিশ।