রুমা পাল, কলকাতা: ১০০ দিনের কাজে দুর্নীতি (Corruption) রুখতে উদ্যোগ কেন্দ্রের (Center)। নতুন বছরে বাধ্যতামূলক করা হচ্ছে ডিজিটাল (Digital) হাজিরা। পয়লা জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত। 



কোন কাজই হয়নি। কিন্তু অভিযোগ, কাজ দেখিয়ে তছরুপ হয়েছে কোটি কোটি টাকা। কোথাও, প্রকল্পের বোর্ড বসেছে। তাতে লেখাও রয়েছে, বরাদ্দ অর্থের পরিমাণ। কিন্তু কাজ এগোয়নি বলে অভিযোগ। আবার কোথাও উঠেছে গ্রামবাসীদের জব কার্ড থাকা সত্বেও মেশিন দিয়ে পুকুর কেটে টাকা আত্মসাতের অভিযোগ।                                                                     


তালিকা দীর্ঘ। অভিযোগের পাহাড়। এই পরিস্থিতিতে এবার ১০০ দিনের কাজে দুর্নীতি রুখতে উদ্যোগী হল কেন্দ্র। রাজ্যগুলিকে পাঠানো কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের এক নির্দেশিকায় বলা হয়েছে - আগামী ১ জানুয়ারি থেকে এই প্রকল্পে অ্যাপের মাধ্যমে হাজিরা বাধ্যতামূলক করা হচ্ছে। মাস্টার রোলে ২০ জন কিংবা তার বেশি কর্মীর নাম থাকলে মোবাইল অ্যাপে হাজিরা নেওয়া বাধ্যতামূলক। তার জন্য ব্যবহার করতে হবে National Mobile Monitoring System বা NMMS App।                                         


আরও পড়ুন, দার্জিলিঙে আস্থাভোটের দিনই বড় ধাক্কা তৃণমূলে, দল ছাড়লেন বিনয় তামাঙ্গ


কেন্দ্রীয় নির্দেশিকায় আরও বলা হয়েছে, যাঁরা ১০০ দিনের কাজ করবেন, তাঁদের ছবি তুলে আপলোড করতে হবে মোবাইল অ্যাপে। কাজের শুরুতে এবং কাজ শেষ হওয়ার পর- মোট দু'বার ছবি তুলতে হবে। জিওট্যাগিং থাকায় ছবিটি কোথায় এবং কখন উঠেছে, তা বোঝা যাবে।                                                                                         


শিক্ষক নিয়োগ-দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে শোরগোল। এরই মধ্যে ১০০ দিনের কাজে দুর্নীতি রুখতে উদ্যোগী হল কেন্দ্র।