Cirkus Box Office Collection Day 5: ফের মুখ থুবড়ে পড়ল রণবীরের ছবি! কত টাকার ব্যবসা করল 'সার্কাস'?

Ranveer Singh: এর আগে 'জোয়েসভাই জোরদা' ও বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। আর এবার 'সার্কাস'ও কার্য়ত ব্যর্থ হওয়ার পথে।

Continues below advertisement

মুম্বই: চলতি বছরটা একেবারেই ভালো যাচ্ছে না রণবীর সিংহের (Ranveer Singh)। একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ছে তাঁর। এর আগে 'জোয়েসভাই জোরদা' ও বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। আর এবার 'সার্কাস'ও (Cirkus) কার্য়ত ব্যর্থ হওয়ার পথে।

Continues below advertisement

কত টাকার ব্যবসা করল 'সার্কাস'?

ট্রেড অ্যানালিস্টরা সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'সার্কাস' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। জানা গিয়েছে, ৫ দিনে মাক্র ২৫ কোটি টাকার ব্য়বসা করতে পেরেছে এই ছবি। রোহিত শেট্টি পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ, জ্যাকলিন ফার্নান্ডেজ, পূজা হেগড়ে। 

আরও পড়ুন - Rhea Chakraborty: সুশান্ত সিংহর মৃত্যু নিয়ে মর্গকর্মীর দাবির পর বিস্ফোরক রিয়া

প্রসঙ্গত, এই ছবির গল্প চার যমজ ছেলেকে নিয়ে এই ছবির গল্প। অনাথ আশ্রমে বেড়ে ওঠা এই দুই যমজ ভাইকে দত্তক নেন এক চিকিৎসক। এই দুই ভাইকে দুটি ভিন্ন পরিবারে দত্তক নেওয়ার ব্যবস্থা করেন ডাঃ রায়। দুই ভিন্ন পরিবারে বড় হতে থাকে দুই ভাইয়েরা। দুজনেই বসবাস করে দুটি শহরে। গল্প দানা বাঁধে যখন এক শহরের দুই ভাই অন্য শহরে ঘুরতে আসে। সেই শহরেই 'সার্কাস'-এর ব্যবসা করে অন্য দুই ভাই।

গত বছরের শেষের দিকে মুক্তি পায় রোহিত শেট্টি, রণবীর সিংহের 'সূর্যবংশী'। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। কিন্তু চলতি বছর এই জুটি কাজ করল না একেবারেই।

Continues below advertisement
Sponsored Links by Taboola