কলকাতা: ফের আবৃত্তি জগতে নক্ষত্র পতন। প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষ (Partha Ghosh)। বাচিকশিল্পী পার্থ ঘোষের প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। শোকবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লিখেছেন, “বিশিষ্ট বাচিকশিল্পী পার্থ ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ  কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর অনবদ্য আবৃত্তি মননশীল শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। তিনি দীর্ঘদিন আকাশবাণী কলকাতা কেন্দ্রের উপস্থাপক-ঘোষক হিসাবে কাজ করেছেন। পার্থবাবু পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ সালে তাঁকে ‘বঙ্গভূষণ’ সম্মাননা প্রদান করে। তাঁর প্রয়াণে সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি হল। আমি পার্থ ঘোষের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের। আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’’


প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষ:  ৮ মাস আগে মৃত্যু হয়েছিল স্ত্রী গৌরী ঘোষের। পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি হন পার্থ ঘোষ। গলায় অস্ত্রোপচার হয় প্রবীণ বাচিকশিল্পীর। তারপর সুস্থই ছিলেন। আজ ভোরে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। নিয়ে যাওয়া হয় আইসিইউ-তে। সেখানেই সকাল ৭টা ৩৫ মিনিটে জীবনাবসান হয় পার্থ ঘোষের। হাসপাতাল থেকে দমদমের বাড়ি হয়ে আজই নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। গত বছরের ২৬ অগাস্ট প্রয়াত হন পার্থ ঘোষের স্ত্রী বাচিকশিল্পী গৌরী ঘোষ। রেডিওয় উপস্থাপক হিসেবে পেশাজীবন শুরু হয় আবৃত্তিকার দম্পতির। দীর্ঘ দিন তাঁরা আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন। এবার পার্থ ঘোষের প্রয়াণে একটি যুগের অবসান হল।


ঠিক কী হয়েছিল পার্থ ঘোষের?


এবিপি আনন্দকে ফোনে শিল্পী পুত্র অয়ন ঘোষ বলেন, 'বাবার নিয়মিত হাঁটাচলা করতেন। এমনকী সিঁড়ি দিয়ে ওঠানামাও করতেন। কিছুদিন ধরে পায়ের একটু সমস্যা হচ্ছিল। সতর্ক থাকতেই হাসপাতালে ভর্তি করি। আর এন টেগোরে ভর্তি করা হয়। তারপর গলায় ছোট একটা পলিপ ধরা পড়ে। সেটা অপারেশন করা হল। তারপর খুব দ্রুত বাবা সুস্থ হয়ে উঠছিলেন। গতকাল দুপুরেও যখন আমি গেলাম দেখা করতে, আমার সঙ্গে রীতিমতো ইয়ার্কি ঠাট্টা করল। টিভি দেখছিল, খবরের কাগজ পড়ল। মানে ডিসচার্জ করিয়ে বাড়িতে নিয়ে আসব ভেবে ফেলেছিলাম। রাতে ভিডিও কলেও কথা বলল ভালই। তারপর হঠাৎ আজ সকালে ৬-৬.১৫ নাগাদ কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তারপর সাড়ে ৭টার সময় সব শেষ। বিধির বিধান। কারও কিছু করার নেই। কোথাও গিয়ে যেন মেডিক্যাল সায়েন্সও কোনও বোধ হয় মানে রাখে না।'


আরও পড়ুন: Partha Ghosh Passes Away: 'যুগাবসান', পার্থ ঘোষের প্রয়াণে শোকস্তব্ধ ব্রততী বন্দ্যোপাধ্যায়