ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: পাইকপাড়ার মোহিত মৈত্র মঞ্চে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) নবীন বরণ অনুষ্ঠান ঘিরে তৃণমূল ছাত্র পরিষদে (TMCP) সংঘাত। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিকল হওয়ার কারণ দেখিয়ে অনুষ্ঠান বাতিলের অভিযোগ তৃণমূলের ১ নম্বর বরোর চেয়ারম্যান তরুণ সাহার বিরুদ্ধে। গোটা ঘটনায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিট (TMCP Unit)।


নবীন বরণ অনুষ্ঠান ঘিরে তৃণমূল ছাত্র পরিষদে সংঘাত: তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যর বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছেন বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি সদস্যরা। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে ঢুকতে বাধা দেওয়ায় আক্রোশবশত নবীন বরণ অনুষ্ঠান ভণ্ডুল করার চেষ্টা করা হচ্ছে। অভিযোগ অস্বীকার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির। এবিষয়ে তৃণমূল বরো চেয়ারম্যান জানিয়েছেন, "নবীন বরণ অনুষ্ঠান অন্যদিন করা যেতে পারে।''


কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের দাবি, নবীন বরণ উত্সবের জন্য ৮ হাজার টাকায় মোহিত মৈত্র মঞ্চ ভাড়া নেওয়া হয়। অভিযোগ, গতকাল আচমকাই তৃণমূলের ১ নম্বর বরোর চেয়ারম্যান তরুণ সাহা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিকল থাকার কারণ দেখিয়ে আজকের অনুষ্ঠান বাতিল করতে বলেন। এরপরও সাউন্ড বক্স-সহ প্রয়োজনীয় জিনিস নিয়ে অনুষ্ঠান মঞ্চে পৌঁছে যান বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের সদস্যরা। পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়ায়।


 এদিন মোহিত মৈত্র মঞ্চে পুলিশের সঙ্গে বচসায় জড়ায় ছাত্ররা। পুলিশ আধিকারিকরা সাফ জানিয়ে দেন, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বিকল হওয়ার জেরেই স্থগিত রাখা হয়েছে অনুষ্ঠান। বাতিল করা হয়নি। অন্য যে কোনওদিন অনুষ্ঠান স্থির করার কথাও বলেন পুলিশ আধিকারিকরা। এক ছাত্রের অভিযোগ, "তরুণ সাহা অনুষ্ঠান বাতিল করেছে। পুলিশ এসে হুমকি দিচ্ছে। আজ এই অনুষ্ঠান বাতিল হলে আর কেউ আসবে না পরে। কিছুদিন আগে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। ক্যাম্পাসে বহিরাগতদের ঢুকতে দেওয়া হবে না বলে আন্দোলন করি আমরা। সেই রাগেই এই অনুষ্ঠান বাতিল করা হল।''


আরও পড়ুন: Modi On Petrol Price : ' মানুষের প্রতি অন্যায়', পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি নিয়ে রাজ্যের ঘাড়েই দায় ঠেললেন মোদি