কলকাতা: স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন তদন্তকারীরা। তার পরেও এখনও বাংলার মন্ত্রিপদে বহাল রয়েছেন পার্থ। তা নিয়ে এ বার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। অবিলম্বে পার্থকে মন্ত্রিপদ থেকে অপসারণের দাবি জানালেন। 


পার্থকে অপসারণের দাবিতে মমতাকে চিঠি অধীরের


সোমবার মমতার উদ্দেশে ওই চিঠি লেখেন অধীর। তাতে তিনি লেখেন, ‘বর্তমানে আপনার সরকারে শিল্প এবং পরিষদীয় মন্ত্রীর পদে থাকা পার্থ চট্টোপাধ্যায় অন্যায় কাজ নিয়েই এই চিঠি। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজ্যের  শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। সেই সময় তিনি নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে যুক্ত ছিলেন বলে অভিযোগ। শিক্ষক নিয়োগ দুর্নীতি গোপন থাকেনি, বাংলার সকলে জানেন। আদালতের হস্তক্ষেপের পরই বিষয়টিতে পদক্ষেপ করছে তদন্তকারী সংস্থা।’’


অধীর চিঠিতে আরও লেখেন, ‘‘এই ঘটনায় বংলার সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে। আপনাকে অনুরোধ, পার্থ চট্টোপাধ্যায়কে অবিলম্বে মন্ত্রিত্ব থেকে অপসারণ করা হোক।’’




মমতার উদ্দেশে অধীরের চিঠি


আরও পড়ুন: Train TV: ট্রেনের কামরায় যাত্রীদের জন্য চমক! একঘেয়েমি কাটাতে যাত্রীদের মনোরঞ্জনের বিশেষ ব্যবস্থা


স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ। গ্রেফতার হয়েছেন তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। পার্থর বাড়ি থেকে উদ্ধার চিরকূট ধরেই তদন্তকারীরা অর্পিতার হদিশ পান বলে জানা গিয়েছে।


দুর্নীতি মামলা গ্রেফতার পার্থ


এর পর অর্পিতার বাড়ি থেকে বস্তায় ঠেসে রাখা নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। ৭৬ লক্ষ টাকার গয়না এবং বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাও উদ্ধার হয় বলে খবর। যদিও পার্থর সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন অর্পিতা। কোনও দল করেন না বলেও জানান তিনি। তবে ইডি অন্য দাবি করছে।