কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে নিয়ে টানাপোড়েন রাজ্য জুড়ে। সেই পরিস্থিতিতে তৃণমূলনেত্রী (TMC) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথাতেই সায় দিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দোষী ব্যক্তির যাবজ্জীবন হওয়া উচিত বলে মমতা ঠিকই করেছেন বলে জানালেন তিনি। 


মমতার মন্তব্যে সায় পার্থর


মঙ্গলবার সকালে ভুবনেশ্বর থেকে কলকাতায় ফেরেন পার্থ। ৬টা বেজে ৩৪ মিনিটে কলকাতা বিমানবন্দরে তাঁকে নিয়ে অবতরণ করে ইডি-র বিমান। তার পর হুইল চেয়ারে বসিয়ে পার্থকে বিমানবন্দরের বাইরে আনা হয়। তার পর হেঁটেই গাড়িতে ওঠেন। 


হুইলচেয়ারে বসা অবস্থাতেই মমতার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হয় পার্থর কাছে। জবাবে তিনি বলেন, ‘‘উনি ঠিক বলেছেন।‘‘ এর পরই পার্থকে নিয়ে সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা দেয় ইডি। সেখানে মঙ্গলবার থেকেই তাঁকে এবং অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইডি সূত্রে খবর।


আরও পড়ুন: Mamata Banerjee: কেউ যদি দোষী হয়, যাবজ্জীবন কারাদণ্ড হোক: মমতা বন্দ্যোপাধ্যায়


উল্লেখ্য, সোমবার গুণীজনদের ‘বঙ্গবিভূষণ’ এবং ‘বঙ্গভূষণ’ সম্মান প্রদানের মঞ্চ থেকে দুর্নীতি মামলা নিয়ে মুখ খোলেন মমতা। তিনি বলেন, ‘‘আমি আজ শোকাহত। সবাই সাধু বলছি না। ভুল করাটাও একটা অধিকার। কেউ যদি দোষী হয়, যাবজ্জীবন কারাদণ্ড হোক।’’


মমতার এই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যেতে সময় লাগেনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ নিয়ে তাঁকে কটাক্ষও করেন। মমতা পার্থকে ঝেড়ে ফেলতে চাইছেন বলে অভিযোগ করেন তিনি। 


এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ


এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে ৭৬ লক্ষ টাকার গয়না, বিদেশি মুদ্রাও। সেই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।