উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা :  কংগ্রেস ছাড়তে চলেছেন কৌস্তুভ বাগচি ( Congress Leader Koustav Bagchi )? ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা। কংগ্রেস নেতা ( Congress )  সোশ্যাল মিডিয়ায়  ( Social Media ) লিখেছেন, 'সম্মানের সঙ্গে দল করাটা দিন দিন কঠিন হয়ে উঠছে। আমার পক্ষে স্তাবকতা সম্ভব নয়। খুব শীঘ্রই সিদ্ধান্ত নেব।' ফেসবুকে পোস্ট করেন কংগ্রেস নেতা। 


পশ্চিমবঙ্গে এআইসিসির সদস্য তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে ৬৮ জন নির্বাচিত সদস্য ও ২০ জনকে কোয়াপ্ট করা হয়েছে। সেই তালিকাতেও নাম নেই কৌস্তুভ বাগচির। এআইসিসির সদস্য তালিকায় রয়েছেন অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, মনোজ চক্রবর্তীরা। 


 



এদিন এবিপি আনন্দ-র তরফে কৌস্তুভের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২-৩ দিন আগে তিনি জানতে পেরেছিলেন যে পশ্চিমবঙ্গে এআইসিসির সদস্য তালিকায় তাঁর নাম থাকছে। কিন্তু মঙ্গলবার সকালে যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে তাঁর নাম নেই। তবে কৌস্তুভ বাগচির কথা অনুসারে এই তালিকা একেবারেই স্তাবকতার ভিত্তিতে তৈরি। তিনি কোনও কিছুর জন্য লালায়িত নন। যদি পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের থেকে জানতে চাওয়া হয় আর নব্বই শতাংশ কর্মী যদি বলেন, তাঁর সেই তালিকায় জায়গা পাওয়ার যোগ্যতা নেই, তবে তা তিনি মাথা পেতে নেবেন। তিনি মনে করেন, তালিকা থেকে তাঁকে বাদ দেওয়া কর্মীদের আবেগ ও মনোভাবের সঙ্গে প্রতারণা করা হয়েছে । কৌস্তুভের দাবি, তাঁর পক্ষে কারও স্তাবকতা করা সম্ভব নয় । 'যতদিন কংগ্রেস দলটা করেছি, মাথা উঁচু করে করেছি।স্তাবকতা করা আমার পক্ষে সম্ভব নয়, এখন স্তাবকতা করাই মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। ' 


তবে কি অন্য দলে যাচ্ছেন কৌস্তুভ?


সেই সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। পাশাপাশি তিনি বলেন, হয়ত পুরোপুরি নিজের কেরিয়ারেও মন দিতে পারেন।  


দল ছাড়ছেন কি ?


কৌস্তুভের সরাসরি উত্তর, তিনি অতীতে দলে থেকেও পি চিদাম্বরমের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। কিন্তু দল ছাড়েননি। তাই এখনই নিশ্চিত ভাবে কিছু বলতে পারছেন না। যদিও কংগ্রেস দল ছাড়ার কথা তিনি দুঃস্বপ্নেও ভাবতে পারেন না বলে জানালেন তিনি। তবে উত্তরে উড়িয়ে দেননি অন্য দলে যাওয়ার প্রসঙ্গও।           


দলের একাংশের অভিযোগ, অধীর চৌধুরী ঘনিষ্ঠদের নামই মূলত যুক্ত হয়েছে   তালিকায়।