কলকাতা: স্বাধীনতা দিবসের বার্তায় মোদি সরকারকে (Modi Government) নিশানা সনিয়া গাঁধীর (Sonia Gandhi)। কংগ্রেস সভানেত্রীর বিবৃতি, "আজকের আত্মমগ্ন সরকার স্বাধীনতা সংগ্রামীদের মহান আত্মবলিদানকে তুচ্ছ প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে। নিজেদের রাজনৈতিক প্রচারের স্বার্থে ঐতিহাসিক সত্য বিকৃত করে গাঁধী, নেহরু, প্যাটেল, আজাদের মতো মহান জাতীয় নেতাদের অপমান করার চেষ্টা হচ্ছে। কংগ্রেস কঠোরভাবে এর প্রতিবাদ জানাবে।'' স্বাধীনতা দিবসের বিবৃতিতে মোদি সরকারকে (Narendra Modi) কড়া বার্তা সনিয়া গাঁধীর (Sonia Gandhi)।
প্রধানমন্ত্রীর মুখে পরিবারতন্ত্র: লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর (Prime Minister) মুখেও শোনা যায় পরিবারতন্ত্র। পুরনো অস্ত্রেই ফের বিরোধীদের নিশানা করলেন নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, "আজ যখন আমি ভাই-ভাতিজাতন্ত্র, পরিবারতন্ত্র নিয়ে কথা বলি, তখন লোকে ভাবে, আমি শুধু রাজনৈতিক ক্ষেত্রের কথা বলছি। তা নয়। দুর্ভাগ্য হল, রাজনৈতিক ক্ষেত্রের এই দোষ, ভারতের সমস্ত সংস্থায় পরিবারতন্ত্র ঢুকিয়ে দিয়েছে। পরিবারতন্ত্র অনেক সংস্থাকেই গ্রাস করেছে। এর জন্য দেশের লোকসান হয়। দেশের সামর্থ নষ্ট হয়। যাঁদের সম্ভাবনা আছে, তাঁরা পরিবারতন্ত্রের কারণে বাইরে থেকে যান। এটা দুর্নীতিরও কারণ হয়ে ওঠে। ভাই-ভাইপো কিছু করে উঠতে পারছে না, তো চলো ভাই, তাদের জন্য একটা জায়গা তৈরি করে দিই। পরিবারতন্ত্র, ভাই-ভাইপোতন্ত্র নিয়ে, আমাদের সব সংস্থায়, সচেতনতা তৈরি করতে হবে। তবে আমরা সংস্থাগুলোকে বাঁচাতে পারব।'' আর একই দিনে মোদি সরকারকে নিশানা করলেন সনিয়া গাঁধী।
লক্ষ্যপূরণের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী: স্বাধীনতার শতবর্ষের জন্য লক্ষ্যপূরণের আহ্বান জানালেন ু্প্রধানমন্ত্রী। বললেন পাঁচ সঙ্কল্পের কথা। প্রথম সঙ্কল্প ভারতের বিকাশ, দ্বিতীয় সঙ্কল্প দাসত্ব থেকে মুক্তি, তৃতীয় সঙ্কল্প ঐতিহ্য, উত্তরাধিকার নিয়ে গর্ব, চতুর্থ সঙ্কল্প এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন, পঞ্চম সঙ্কল্প নাগরিক কর্তব্য পালন। প্রধানমন্ত্রী বলেন, এই দেশ গণতন্ত্রের ধাত্রীভূমি। আগামী ২৫ বছরে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবে ভারত। বৈচিত্রই ভারতের শক্তি। স্বাধীনতা দিবসের ভাষণে নারী শক্তির জয়গানও গাইলেন মোদি। লালকেল্লার ভাষণে প্রধানমন্ত্রী ছুঁয়ে গেলেন রাজনীতিকেও। তাঁর কথায়, দুর্নীতি ও পরিবারতন্ত্র বা স্বজনপোষণই এখন দেশের সবথেকে বড় চ্যালেঞ্জ। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একদিকে দারিদ্র, অন্যদিকে লুঠের টাকা লুকিয়ে রাখা হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই আরও তীব্রতর হবে। এই লড়াইয়ে জেতার জন্যদেশবাসীর সঙ্গ চাই। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, লুঠের টাকা এবার ফেরত দিতে হবে। দুর্নীতি ও দুর্নীতিগ্রস্তদের দেখতে হবে ঘৃণার দৃষ্টিতে। পরিবারতন্ত্রের বিরুদ্ধেও ঘৃণা তৈরি করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, রাজ্যগুলির মধ্যে উন্নয়নের প্রতিযোগিতা হোক। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে প্রতিযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় উন্নয়ন প্রয়োজন।
আরও পড়ুন: Independence Day 2022: স্বাধীনতার ৭৫ বছর পূর্তি, ৩৫ ফুট লম্বা জাতীয় পতাকা উত্তোলন করলেন নুসরত জাহান