কলকাতাঃ স্বাধীনতার দিবসের আগে অনুব্রতকে ( Anubrta Mandal) নিয়ে মুখ খুলেছেন মমতা ( Mamata Banerjee)। ক্ষোভ উগরে দিয়ে জানতে চেয়েছেন, 'অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ? ' আর রাতারাতি মমতার অক্সিজেন সাপোর্ট পেয়েই অসুস্থ থাকা অবস্থাতেই অনেকটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন অনুব্রত,জানালেন তাঁর আইনজীবী (Lawyer)।
অনুব্রত মণ্ডলের আইনজীবী জানিয়েছেন, 'দলনেত্রী ওনাকে সাপোর্ট করেছেন। তাতে ওনার আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। এবং উনি বলেছেন, জানতাম দিদি পাশে থাকবেন। উনি জানেন আমি নির্দোষ। এই ঘটনার সঙ্গে আমার কোনওভাবে যোগসূত্র নেই।আইনজীবী আরও বলেন, 'সবাই জানেন, উনি শারীরিকভাবে অসুস্থ। সেই অবস্থাতেই একটা আত্মবিশ্বাস ওনার মধ্যে অবশ্যই এসেছে।' উল্লেখ্য, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ? কী করেছিল কেষ্ট ? কেষ্টকে জেলে আটকালে কী হবে ? ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকছে ? কেষ্টর বাড়িতে তাণ্ডব চালিয়েছে সিবিআই।' আর মমতার এই প্রতিক্রিয়ার পরেই, 'আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে' অনুব্রত-র, দাবি আইনজীবীর।
এখানেই শেষ নয়, গতকাল মোদি সরকারকেও আক্রমণ করেন তৃণমূলনেত্রী। তিনি বলেন,'২০২৪-এ নরেন্দ্র মোদির সরকার টিকবে না। মহারাষ্ট্র ভেঙেছে, এবার বাংলাকে ভাঙার চেষ্টা করছে। তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছে। ব্যর্থ হবে। বাংলা রয়্যাল বেঙ্গল টাইগার, ওসব চলবে না এখানে। বিধায়কদের টাকা দিয়ে ঝাড়খণ্ডকে ভাঙার চেষ্টা করছিল। আমরা ধরে দিয়েছি। মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে ঘোড়া কেনাবেচা, তার কেন তদন্ত হবে না ? তুমি কি সাধু পুরুষ ?' এরপরেই তিনি বলেন,' মরে যাব, কিন্তু মাথানত করব না। আমি জানি ওদের প্ল্যান কী আছে। বলছে ববিকে গ্রেফতার কর, কেষ্টকে অ্যারেস্ট কর। কতজনকে গ্রেফতার করবে? আমি জেলভরো আন্দোলনের ডাক দেব।'
আরও পড়ুন, 'আমারও তো লাগে ভয়, কে এবার জেলে যাবে, কে বাইরে রয় ?' কবিতায় কটাক্ষ শুভেন্দু-র
প্রসঙ্গত, এদিন ফিরহাদ এদিন বলেন,' ভুয়ো মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে। মামলা করছে সিপিএম। আর লুফে নিচ্ছে বিজেপি।জীবনে কখনও অনৈতিক কাজ করিনি-করবও না। যদি কখনও প্রমাণ হয়, আমি কোনওভাবে অনৈতিককাজের সঙ্গে যুক্ত, তাহলে ইডি-সিবিআই-কে নয়, আমি আমাকে নিজেকে মৃত্যুদণ্ড দেব। আমাদের সবাইকে অপমান করা হচ্ছে। এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।'