অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কলকাতায় ক্রমশ বাড়ছে ডেঙ্গি প্রকোপ। পুজোর আগে থেকেই কলকাতা ও লাগোয়া বেশ কিছু জেলায় ক্রমশ প্রকোপ বেড়েছে ডেঙ্গির। ডেঙ্গির হানায় গিয়েছে প্রাণও। এবার সেই ইস্যু নিয়েই রাস্তায় নামলেন কংগ্রেস নেতা-কর্মীরা।  


মিছিল ধিরে ধুন্ধুমার:
মুখে স্লোগান আর হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামলেন কংগ্রেস কর্মীরা। প্ল্যাকার্ডে লেখা, 'আর কত প্রাণ ডেঙ্গিতে গেলে তবে ব্যবস্থা নেওয়া যায়, দিদিমণি জবাব দিন'। একটি প্ল্যাকার্ডে, মশার মুখে ফিরহাদের ছবি বসানো। গায়ে মশারি জড়িয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের বিক্ষোভের জন্য রাস্তায় ব্যারিকেড দিয়েছিল পুলিশ। সেটাও ভাঙার চেষ্টা করেন তাঁরা। ব্যারিকেডের উপরে উঠে স্লোগান দেন তাঁরা। পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যান কংগ্রেস কর্মীরা। তারপর শুরু হয় ধস্তাধস্তি। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কংগ্রেসের পুরসভা অভিযান ঘিরে কার্যত ধুন্ধুমার বেঁধে যায়। কংগ্রেসের অভিযোগ মেয়রের সঙ্গে কথা বলতে সময় চাওয়া হয়েছিল।  রাজ্যজুড়ে, ক্রমশ ভয়ঙ্কর আকার নিচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। রাজ্যে এখনও পর্যন্ত ৩০ জনের বেশি ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা!মঙ্গলবারই কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলগাছিয়ার সরকারি আবাসনের বাসিন্দা এক মহিলার মৃত্যু হয় আরজি কর হাসপাতালে। 

ডেঙ্গি আতঙ্ক:
দুর্গাপুজোর (Durga Puja 2022) আগে থেকেই চোখ রাঙাচ্ছিল ডেঙ্গি। পুজোর পর রাজ্যের ডেঙ্গি (Dengue Situation) পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়েছে। ডেঙ্গির পাশাপাশি, ছড়াচ্ছে ম্যালেরিয়াও। গত কয়েকদিনে কলকাতা পুরসভার শুধু ৩ নম্বর বরোতেই ১০-১২ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ৩০ থেকে ৩৫! বুধবারই এলাকায় ডেঙ্গি দমন অভিযানে নেমেছিল কলকাতা পুরসভা।  মুচিবাজারের বিভিন্ন এলাকায় ড্রোন ওড়ানো হয়। দেখা হয়, কোনও বাড়ির ছাদ বা ফাঁকা জমিতে জল বা জঞ্জাল জমে আছে কিনা। এই এলাকাতে কেন্দ্রীয় সংস্থা কোল ইন্ডিয়ার একটি জমি রয়েছে। কিন্তু সেখানে দেখা যায় জঞ্জালের স্তূপ। কলকাতা পুরসভার ৩ নম্বর বরোর চেয়ারম্যান অনিন্দ্য রাউত বলেছিলেন, 'আমরা কয়েকটা জায়গায় যেখানে বেশি ম্যালেরিয়া বা জ্বরে আক্রান্ত হচ্ছে সেই জায়গাগুলো আইডেন্টিফাই করেছি। কেন ওখানে বাড়ছে, তাই বড় বড় বাড়ির ছাদে ট্যাঙ্ক খোলা কিনা দেখছি। পুজোর পর পরিস্থিতি খারাপ আমরা ৭-১০ দিনের মধ্যে নিয়ন্ত্রণে আনতে পারি, তার চেষ্টা করছি। কোল ইন্ডিয়ার এই জমি ঘিরে ১১বার নোটিস দেওয়া হয়েছে। কোনও উত্তর নেই। মেয়রের সঙ্গে এ নিয়ে কথা বলা হবে।' সম্প্রতি, দক্ষিণ দমদম পুর এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক স্কুল পড়ুয়ার। তারপর থেকেই নড়েচড়ে বসে সেখানকার পুর কর্তৃপক্ষ। সেই এলাকায় এমন কিছু বাড়ি ছিল, সেগুলি দীর্ঘদিন ধরে তালাবন্ধ ছিল। অভিযানে নেমে বাড়ির তালা ভেঙে সাফ করা হয় আবর্জনা। এরপরে ফের ওই গেটে নতুন তালা লাগিয়ে, সেই চাবি তুলে দেওয়া হয় পুলিশের হাতে।  


আরও পড়ুন:  'গাঁধীজিকে অসুর বানিয়েছেন ! শাস্তি দেবে জনতা', অসুর-বিতর্কে মুখ খুললেন মমতা