শিবাশিস মৌলিক, জলপাইগুড়ি: ভারত জোড়ো ন্যায় যাত্রায় (Bharat Jodo Nyay Jatra) জলপাইগুড়ি পৌঁছলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Congress MP Rahul Gandhi In Jalpaiguri)। অন্য দিকে, কলকাতায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে মিছিল করল তৃণমূল কংগ্রেস। গোলপার্ক থেকে গড়িয়াহাট হয়ে মিছিল যাবে হাজরায়। মিছিলে যোগ দিয়েছেন ফিরহাদ হাকিম, দেবাশিস কুমাররা। 


বিশদ...
রবিবার জলপাইগুড়ির পিডবলিউডি মোড় থেকে ন্যায় যাত্রা শুরু করলেন রাহুল। কদমতলা চক পর্যন্ত এই ন্যায় যাত্রা যাওয়ার কথা। তার পর বাসে করে শিলিগুড়ি যাবেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ। শিলিগুড়ির থানার মোড় থেকে দেড় কিলোমিটার ফের ন্য়ায় যাত্রা করবেন তিনি। একই দিনে আবার উত্তরবঙ্গের পথে রওনা দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে, রবিবারই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে কলকাতায় মিছিল করে তৃণমূল কংগ্রেস। ডায়মন্ড হারবারে আবার সভা ছিল আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির। সব মিলিয়ে জানুয়ারির শেষ রবিবারেও টানটান কর্মসূচি রাজ্যের নানা প্রান্তে। 


জলপাইগুড়ির ছবি...
জলপাইগুড়ির পিডবলিউডি মোড় থেকে উকিলপাড়া হয়ে রোড-শো করে আসেন রাহুল। যে দেড় কিলোমিটার পথ এদিন রোড-শো হওয়ার কথা, তার আশপাশ জুড়ে উৎসাহী মানুষের ভিড় ও উচ্ছ্বলতা ছিল দেখার মতো। কার্যত মানুষের ঢল নামে জলপাইগুড়িতে। শুধু জলপাইগুড়ি নয়, বিভিন্ন জেলা থেকেই লোকজন যোগ দেন এখানে।  ঢাক-ঢোল-ড্রাম বাজিয়ে রাহুলকে অভ্যর্থনা জানানো হয় এখানে। হামরো পার্টির মতো একাধিক স্থানীয় দল রাহুল গাঁধীকে স্বাগত জানিয়েছে। বহু মানুষ এই ছবি ফ্রেমবন্দি করার চেষ্টা করেন। 
এর আগে, অসমে, বাধার মুখে পড়েছিলেন রাহুল গাঁধী। ন্যায় যাত্রার দশম দিনে মেঘালয় থেকে অসমে যান কংগ্রেস সাংসদ। গুয়াহাটি শহর দিয়ে যাওয়ার সময় রাহুল গাঁধীর বাস আটকায় পুলিশ। রাস্তায় ব্যারিকেড তৈরি করা হয়। এরপরই ধুন্ধুমার বাঁধে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান কংগ্রেস কর্মীরা। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়।  গুয়াহাটিতে এদিন ছাত্রদের সঙ্গে কথা বলার কথা রাহুল গাঁধীর। কংগ্রেস সাংসদের অভিযোগ, তাঁকে ছাত্রদের সঙ্গে কথা বলা থেকে আটকানো হচ্ছে। প্রশাসন জানায়, গুয়াহাটি শহরের ভিতরে রাহুল গাঁধীর যাত্রার অনুমতি নেই। তাঁদের শহরের উপকণ্ঠ দিয়ে যেতে বলা হয়। সংঘর্ষের পর অতিরিক্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় ওই এলাকায়। ধস্তাধস্তির পর এলাকায় এখনও উত্তেজনা রয়েছে । সকাল ১০টা নাগাদ কুইন্স হোটেল থেকে ভারত জোড়া ন্যায় যাত্রা শুরু হয়।