জলপাইগুড়ি: দু’দিন বিশ্রামের পর, বাংলায় ফের ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) শুরু করছেন রাহুল গাঁধী (Rahul Gandhi)। আজ বাগডোগরায় নামছেন তিনি। আজই দুপুরে জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের PWD মোড় থেকে ন্যায় যাত্রা শুরু করবেন তিনি। প্রায় দেড় কিলোমিটার পদযাত্রা করবেন রাহুল। শিলিগুড়ি (Siliguri) পর্যন্ত ৪১ কিলোমিটার পথ বাসে যাওয়ার কথা কংগ্রেস সাংসদের। যাত্রাপথেই সভা করতে পারেন রাহুল। বাসে শিলিগুড়ি পৌঁছে থানা মোড় থেকে ফের দেড় কিলোমিটার পদযাত্রা করবেন কংগ্রেস নেতা। শেষে এয়ারভিউ মোড়ে জনসভা। পুলিশের অনুমতি না মিললেও রাহুলের সভা হবেই বলে জানিয়েছে কংগ্রেস। এরপর আজই গাড়িতে উত্তর দিনাজপুরের চোপড়ার সোনাপুরে যাবেন রাহুল। সেখানেই রাত্রিবাস। আগামীকাল চোপড়া থেকে বিহারের কিষাণগঞ্জ পৌঁছবে ভারত জোড়ো ন্য়ায় যাত্রা। সেখানে বিহার প্রদেশ কংগ্রেস সভাপতির হাতে দলের পতাকা হস্তান্তর করবেন অধীর চৌধুরী। ৩১ জানুয়ারি, মালদা থেকে শুরু হবে রাহুল গাঁধীর দ্বিতীয় পর্যায়ের ন্যায় যাত্রা। 


বাংলা ভারত জোড়ো যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ তুলে বারবার তৃণমূলের দিকে নিশানা করেছে প্রদেশ কংগ্রেস (Pradesh Congress)। এর আগে রাহুলের সভার অনুমতি না দেওয়া নিয়ে রাজ্য়ের তৃণমূল (TMC) সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সম্প্রতি কংগ্রেসকে নিয়ে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও (Mamata Banerjee)। বর্ধমানে প্রশাসনিক সভায় যাওয়ার আগে বাংলায় জোটের প্রশ্নে তিনি বলেছিলেন, 'বাংলার ব্যাপারে কংগ্রেসের (Congress) সম্পর্কে কোনও সম্পর্ক নেই। আমার প্রস্তাব প্রথমদিনই প্রত্যাখ্যান করেছে। বাংলায় যে আসছে, ইন্ডিয়ার (I.N.D.I.A) জোটসঙ্গী হিসেবে আমাদের জানায়নি। কারও সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। সর্বভারতীয় ক্ষেত্রে ভোটের পর সিদ্ধান্ত নেব। ৩০০ আসনে কংগ্রেস একা লড়াই করুক, সেখানে আঞ্চলিক দলগুলি হস্তক্ষেপ করবে না। বাকি আসনে যদি হস্তক্ষেপ করে, তাহলে আমরা বুঝে নেব।', হুঙ্কার দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


ফের ছেঁড়া হল রাহুলের ফ্লেক্স:
ন্য়ায় যাত্রা শুরুর কয়েকঘণ্টা আগে জলপাইগুড়ি শহরের একাধিক জায়গায় ফের ছেঁড়া হল রাহুল গাঁধীর ছবি দেওয়া ফ্লেক্স। ২৪ ঘণ্টার ব্যবধানে একই জেলায় দুই একই ঘটনা ঘটল। আজ জলপাইগুড়ি শহরের DVC রোড দিয়ে ন্যায় যাত্রা যাওয়ার কথা রয়েছে। রাস্তার ধারে টাঙানো হয়েছিল রাহুল গাঁধীর ছবি দেওয়া ফ্লেক্স। সকালে দেখা যায়, ওই ফ্লেক্স ব্লেড দিয়ে ফালা ফালা করে দেওয়া হয়েছে। গতকাল ধূপগুড়ির স্টেশন রোডেও একই ঘটনা ঘটে। রাহুলের ছবি দেওয়া ভারত জোড়ো ন্যায় যাত্রার ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়। স্থানীয় কংগ্রেস নেতৃত্ব একে দুষ্কৃতীদের কাজ বলে দাবি করেছে।  যদিও গতকাল এই নিয়ে তৃণমূলকে বিঁধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। 


আরও পড়ুন: সাতসকালে ইস্তফা নীতিশের! বিকেলেই ফের মুখ্যমন্ত্রী পদে?