নয়াদিল্লি: সফর শুরুর দিনই কাটছাঁটের ঘোষণা। বৃহস্পতিবার সকালেই 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' নিয়ে বাংলায় প্রবেশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। তার পর মাত্র কয়েক ঘণ্টা পেরোতে না পেরোতেই কাটছাঁটের ঘোষণা হল। কোচবিহার খাগড়াবাড়িতে আজকের মতো 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' শেষ করে দিল্লি ফিরে যাচ্ছেন রাহুল। আচমকা কেন দিল্লি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন রাহুল, কংগ্রেসের তরফে তা এখনও খোলসা করা হয়নি।  (Bharat Jodo Nyay Yatra)


কোচবিহারে এদিন সভা করার কথাও ছিল রাহুলের। তার মধ্যেই হঠাৎ থমকে গেল যাত্রা। জানা যায়, যে বাসে চেপে কোচবিহারে বেরিয়েছিলেন রাহুল, তা থেকে নেমে একটি গাড়িতে নেমে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। ২৬ জানুয়ারি উপলক্ষে পূর্ব নির্ধারিত কর্মসূচির জেরেই রাহুল ফিরছেন, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে এদিন কোচবিহারের বিভিন্ন এলাকায় নাগরিক মঞ্চের তরফে 'কংগ্রেস বিজেপি-র ব্যাপারে দুর্বল' বলে পোস্টার চোখে পড়ে। সেই বার্তা রাহুল ভাল ভাবে নেননি বলে খবর।


তবে ঠিক কী কারণে রাহুল হঠাৎ সফর কাটছাঁট করলেন, তা নিয়ে ধন্দ রয়েছে। এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে যে তথ্য সামনে এসেছে, তা হল, আজকের মতো 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' শেষ করে খাগড়াবাড়ি থেকে গাড়িতে হাসিমারার উদ্দেশে রওনা দিয়েছেন রাহুল। হাসিমারা থেকে বাগডোগরা হয়ে দিল্লির উদ্দেশে পাড়ি দেবেন তিনি। আগামী ২৮ জানুয়ারি ফের ফিরে আসবেন। আবারও শুরু হবে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'।


আরও পড়ুন: Rahul Gandhi: BJP, RSS-এর অন্যায়ের বিরুদ্ধে ‘ন্যায় যাত্রা’, একজোট হয়ে লড়বে I.N.D.I.A, বাংলায় এসে বার্তা রাহুলের


বৃহস্পতিবার 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' নিয়ে বাংলায় প্রবেশ করেন রাহুল এবং কংগ্রেস কর্মী-সমর্থকেরা। এদিন কোচবিহারের বক্সীরহাট হয়ে এদিন অসম থেকে বাংলায় প্রবেশ করেন রাহুল। সেখানে তাঁকে স্বাগত জানাতে ভিড় জমান প্রদেশ কংগ্রেসের নেতা-কর্মী এবং সমর্থকেরা। ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষও। তাঁদের উদ্দেশে রাহুল বলেন, "বাংলায় এসে অত্যন্ত আনন্দিত আমি। আপনাদের কথা শুনতে এসেছি। ধন্যবাদ সকলকে যে এত ভালবেসে আমাকে স্বাগত জানালেন আপনারা।"


বাংলায় 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' নিয়ে আগমনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিজেপি-বিরোধী জোটের হয়ে ফের সওয়াল করতে শোনা যায় রাহুলকে। তিনি বলেন, "ভারত জোড়োর সঙ্গে ন্যায় শব্দটি যুক্ত করেছি আমরা। কারণ BJP এবং RSS দেশে ঘৃণা ছড়াচ্ছে, হিংসা ছড়াচ্ছে, দেশবাসীর সঙ্গে অন্যায় করছে। এই ঘৃণা, হিংসা এবং অন্যায়ের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে চলেছে I.N.D.D.I.A. আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের ভালবাসি।" তার পরই হঠাৎ যাত্রায় কাটছাঁট।