ঝিলম করঞ্জাই ও রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দিন বাড়ি থেকে বেরিয়েছিলেন হাত চিহ্নে ভোট দেবেন বলে। কিন্তু, বোমা, গুলির আঘাতে নিজের হাতই হারাতে হল মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগরের কংগ্রেসকর্মীকে (Congress Worker)। সোমবার NRS হাসপাতালে অস্ত্রোপচার করে তাঁর হাত বাদ দেন চিকিৎসকরা। কিন্তু, এরপর সংসার চলবে কীকরে, তা ভেবে উদ্বিগ্ন তাঁর পরিবার।
বিদ্বজ্জনরা যেদিন ভোট হিংসা নিয়ে মুখ্য়মন্ত্রীকে খোলা চিঠি দিলেন, সেদিনই ভোট-হিংসায় আহত এক কংগ্রেসকর্মীর হাত অস্ত্রোপচার করে বাদ দিতে হল। ৮ জুলাই, পঞ্চায়েত ভোটের দিন, রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের রানিনগর।
হেরামপুরের নতুনপাড়া গ্রামে বোমাবাজি হয়, এমনকী গুলিও চলে বলে অভিযোগ। অভিযোগ, ভোট দিতে যাওয়ার পথে কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে পরপর সকেট বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
হামলায় গুরুতর জখম হন কংগ্রেস কর্মী ইশাক শেখ। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে তাঁকে আসা হয় NRS মেডিক্য়াল কলেজ হাসপাতালে। কিন্তু, হাতে পচন ধরায়, বছর পঞ্চান্নর কংগ্রেস কর্মীর বাঁ হাত কনুইয়ের নিচ থেকে বাদ দিতে হল।
তাঁর পরিবারের এখন চিন্তা, সংসারটা চলবে কী করে! একদিকে যখন বোমার আঘাতে কংগ্রেসকর্মীর অঙ্গহানির ঘটনা ঘটছে, তখন ভোট মিটলেও মুর্শিদাবাদে বোমা উদ্ধার চলছেই। রবিবারও ফরাক্কার শিবতলা গ্রাম থেকে মিলেছে ৩০টি তাজা বোমা।
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। নির্মীয়মাণ বাড়ির ভিতর বালতির মধ্যে রাখা ছিল বোমা। পাশের জঙ্গলেও মেলে বোমা ভর্তি ব্যাগ। উদ্ধার হয়েছে বোমা তৈরির মশলা ও সরঞ্জাম। তাহলে কী বোমা বাঁধার কাজ চলছিল? খতিয়ে দেখছে ফরাক্কা থানার পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন