Jobs And Recruitments: চাকরির সুযোগ দিচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)। জুনিয়র অ্যাসিসট্যান্ট (Junior Assistant) এবং জুনিয়র এক্সিকিউটিভ (Junior Executive) পদে হবে নিয়োগ। মোট ৩৪২টি শূন্যপদ রয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী ৫ অগস্ট। আর ৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা। aai.aero এখানকার রিক্রুটমেন্ট পোর্টালে গিয়ে আবেদন জমা দেওয়া যাবে। 


কোথায় কত শূন্যপদ



  • জুনিয়র অ্যাসিসট্যান্ট (অফিস) - ৯ টি শূন্যপদ

  • সিনিয়র অ্যাসিসট্যান্ট (অ্যাকাউন্টস) - ৯ টি শূন্যপদ

  • জুনিয়র এক্সিকিউটিভ (কমন ক্যাডার) - ২৩৭ টি শূন্যপদ

  • জুনিয়র এক্সিকিউটিভ (ফিন্যান্স) - ৬৬ টি শূন্যপদ

  • জুনিয়র এক্সিকিউটিভ (ফায়ার সার্ভিস) - ৩ টি শূন্যপদ

  • জুনিয়র এক্সিকিউটিভ (Law) - ১৮ টি শূন্যপদ 


বয়সসীমা



  • জুনিয়র অ্যাসিসট্যান্ট - সর্বোচ্চ ৩০ বছর

  • সিনিয়র অ্যাসিসটয়ান্ট - সর্বোচ্চ ৩০ বছর

  • জুনিয়র এক্সিকিউটিভ - সর্বোচ্চ ২৭ বছর

  • সেপ্টেম্বর ৪ অনুসারে বয়সসীমা দেখতে হবে 


শিক্ষাগত যোগ্যতা



  • জুনিয়র অ্যাসিসট্যান্ট (অফিস) - স্নাতক 

  • সিনিয়র অ্যাসিসট্যান্ট (অ্যাকাউন্টস) - স্নাতক (B.Com হলে ভাল)। এর সঙ্গে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরির ক্ষেত্রে ২ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা

  • জুনিয়র এক্সিকিউটিভ (কমন ক্যাডার) - স্নাতক

  • জুনিয়র এক্সিকিউটিভ (ফিনান্স) - BCom with ICWA/CA/MBA (দু'বছরের কোর্স), ফিনান্সে বিশেষ পারদর্শী 

  • জুনিয়র এক্সিকিউটিভ (ফায়ার সার্ভিস) - ইজিনিয়ারিং/প্রযুক্তিতে ব্যাচেলর ডিগ্রি (Fire Engg./Mechanical Engg./Automobile Engg)

  • জুনিয়র এক্সিকিউটিভ (Law) - আইনে প্রফেশনাল ডিগ্রি (স্নাতকের পর তিন বছরের রেগুলার কোর্স) অথবা (দ্বাদশ শ্রেণির পর পাঁচ বছরের ইন্টগ্রেটেড রেগুলার কোর্স)। এছাড়াও Bar Council of India- তে নথিভুক্ত থাকা অ্যাডভোকেট আবেদন জানাতে পারবেন। 


আইবিপিএস ক্লার্ক ২০২৩


ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবিপিএস কর্তৃপক্ষ ক্লার্ক নিয়োগের জন্য তাদের কমন রিক্রুটমেন্ট প্রসেসে আবেদন করার শেষ তারিখ বা মেয়াদ বাড়িয়েছে। ২৮ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। আগে বলা হয়েছিল আবেদন জমা দেওয়ার শেষদিন ২১ জুলাই। অনলাইনেই হবে আইবিপিএস ক্লার্কশিপ পরীক্ষা। অগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে জুড়ে চলবে পরীক্ষা। প্রিলিমস বা প্রিলিমিনারি পরীক্ষা হবে ১০০ নম্বরের। আর মেন পরীক্ষা হবে ২০০ নম্বরের। কম্পিউটারে সাবলীল হতে হবে পরীক্ষার্থীদের। আইবিপিএস ক্লার্ক মেন পরীক্ষা হতে পারে অক্টোবর মাসে। যাঁরা প্রিলিমস পরীক্ষায় পাশ করবেন, তাঁরাই মেন পরীক্ষায় বসার সুযোগ পাবেন। 


UPSC Recruitment 2023


ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি- র তরফে জানানো হয়েছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার- সহ একাধিক পদে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। ইউপিএসসি- র অফিশিয়াল ওয়েবসাইট upsc.gov.in- এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। আগামী ১০ অগস্ট পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা। মোট ৫৬টি শূন্যপদ রয়েছে বলে জানিয়েছে ইউপিএসসি কর্তৃপক্ষ। 


আরও পড়ুন- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এঁরা করতে পারবেন আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI