কাঁথি: পুরভোটের (WB Municipal Polls 2022) আগে প্রার্থী তালিকা নিয়ে টানাপোড়েন চলছে প্রায় সব দলেই। তার মধ্যেই এ বার কংগ্রেস প্রার্থীকে অপহরণের (Alleged Kidnap of Congress Candidate) অভিযোগ ঘিরে শোরগোল পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur)। অভিযোগ, কংগ্রেসের (Congress) তরফে তালিকা প্রকাশ হতেই ওই প্রার্থীকে রাস্তা থেকে অপহরণ করা হয়। দুষ্কৃতীদের হাত থেকে অক্ষত অবস্থায় ফিরে এলেও, আপাতত আর প্রার্থী হতে চাইছেন না ওই প্রার্থী। ভীতত্রস্ত হয়েই তিনি প্রার্থীপদ থেকে সরে দাঁড়াতে চাইছেন বলে দাবি কংগ্রেসের।
পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার অন্তর্গত ২০ নম্বরও ওয়ার্ডের ঘটনা। সম্প্রতি কংগ্রেসের তরফে সেখানে প্রার্থী করা হয় উজ্জ্বলা সাউকে। কিন্তু সোমবার সকালে আচমকাই উজ্জ্বলার নিখোঁজ হয়ে যাওয়ার খবর সামনে আসে। তার পর রাতে আবার তিনি বাড়িও ফিরে আসেন অক্ষত অবস্থায়। কিন্তু তার পর থেকেই আর তিনি প্রার্থী হতে চাইছেন না বলে দাবি কংগ্রেসের।
কংগ্রেসের অভিযোগ, সোমবার সকালে রাস্তা থেকে উজ্জ্বলাকে অপহরণ করা হয়। জোর জবরদস্তি তাঁকে গাড়িতে তুলে নেয় কিছু দুষ্কৃতী। বিষয়টি নিয়ে কাঁথি থানা এবং মহকুমা শাসকের কাছে অভিযোগও দায়ের করা হয়।
সেই নিয়ে খোঁজ-খবর চলাকালীনই রাতে বাড়ি ফিরে আসেন উজ্জ্বলা। কিন্তু বাড়ি ফিরে আসার পর থেকেই তিনি আর দলের হয়ে প্রতিনিধিত্ব করতে চাইছেন না বলে জানিয়েছেন জেলা কংগ্রেস নেতৃত্ব। এ নিয়ে ওই প্রার্থী এবং তাঁর পরিবারের তরফে কিছু জানানো না হলেও, কংগ্রেসের দাবি, নিশ্চয়ই ভয় দেখানো হয়েছে উজ্জ্বলাকে। তাই আর প্রার্থী হতে চাইছেন না তিনি। সরাসরি কারও নাম না করলেও, এর পিছনে কোনও রাজনৈতিক দলেরই হাত রয়েছে বলে দাবি তাদের।
উল্লেখ্য, পুরভোটের প্রার্থী বাছাই নিয়ে তৃণমূল-বিজেপি সবদলের মধ্যেই ঝামেলা শুরু হয়েছে। কংগ্রেসও তা থেকে বাদ যায়নি। দলের অন্দরেও প্রার্থী তালিকা নিয়ে বিস্তর প্রশ্ন এবং ক্ষোভ রয়েছে। কর্মীদের দাবি, প্রদেশ কংগ্রেসের কিছু ভারপ্রাপ্ত নেতা জেলার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সে ভাবে অবগতই নন। অথচ তাঁরাই প্রার্থী নিয়ে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। সেই নিয়ে হুগলিতে ইতিমধ্যেই অসন্তোষ সামনে এসেছে। অন্য জেলাগুলিতেও ক্রমশ ক্ষোভ মাথাচাড়া দিয়ে উঠছে।