ঋত্বিক প্রধান, কাঁথি: কাঁথিতে (Contai) সারদার (Sarada) অফিস, আবাসন প্রকল্প সংক্রান্ত নথি (Documents) ‘গায়েব’! সারদা-সংক্রান্ত বেশ কিছু নথি গায়েবের অভিযোগ পুরপ্রধানের। যা নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য।  সারদা-নথি উধাওয়ের অভিযোগে কাঁথি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।               

  


কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যানের প্রশ্ন, অনেকদিন কাঁথি পুরসভার দায়িত্বে যাঁরা ছিলেন, তাদের সময়ই সারদা। কারা ফাইল সরালো? ষড়যন্ত্র করে ফাইল চুরির অভিযোগে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন পুরপ্রধান। এদিকে পুলিশ সূত্রে বলা হয়েছে যে অভিযোগ এসেছে, এফআইআর করা হয়েছে।                             


ঠিক কী অভিযোগ করছেন পুরপ্রধান? কী জানাচ্ছে পুলিশ? 


সারদার প্রকল্পে একটি আবাসন প্রকল্প তৈরি হওয়ার কথা ছিল। এছাড়াও এই এলাকায় সারদার বেশ কিছু জায়গা জমি ছিল। সেই সংক্রান্ত ফাইল থেকে বেশ কিছু নথি উধাও হয়েছে। যদিও সেই সব ডকুমেন্টয়ের কপি রয়েছে কিন্তু কীভাবে পুরসভার মধ্যে থেকে ফাইলের নথি চুরি হল তা নিয়েই বিস্ময় প্রকাশ করেছেন তিনি বলে খবর। 


আরও পড়ুন, উদ্বেগ বাড়িয়ে রাজ্যে একদিনে করোনায় ৫ জনের মৃত্যু             


কাঁথি থানায় অভিযোগও জানান হয়েছে। এর পর পুলিশ এ বিষয়ে তদন্তও শুরু করে দিয়েছে, এমনটাই জানা গিয়েছে। কাঁথি পুরসভার উপপ্রধান জানিয়েছে, যেভাবে পুরসভার মধ্যে থেকে নথি গায়েব হচ্ছে তা নিয়ে পুরসভার অন্দরেও তদন্ত হবে। প্রশাসনকেও অনুরোধ করেছেন তিনি যে সিসিটিভি ফুটেজ দেখে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা যেন পুলিশ জনসমক্ষে নিয়ে আসে।