কলকাতা: সংবাদ পাঠক (News Reader) পদে নিয়োগ করছে প্রসার ভারতী (Prasar Bharati)। আকাশবাণীর নিউজ সার্ভিস ডিভিশনে ইংরাজি ভাষার জন্য এই নিয়োগ করা হচ্ছে। প্রসার ভারতীর তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দু বছরের জন্য চুক্তির ভিত্তিতে এই কাজ করতে হবে। দিল্লিতে মোট ৪টি শূন্যপদে নিয়োগ করা হবে।                                   


সংবাদ পাঠক পদে কাজের সুযোগ: আপনি কি সংবাদ পাঠকের পদে কাজ করতে চান? তাহলে এই সুযোগ একদম মিস করবেন না। নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রসার ভারতী। দিল্লির আকাশবাণী শাখায় এই নিয়োগ করা হচ্ছে।                                


নিয়োগের খুঁটিনাটি



  • শূন্যপদ: ৪

  • কর্মক্ষেত্র: নয়াদিল্লি

  • চুক্তির সময়সীমা: ২ বছর

  • বেতন: মাসে ৩৫ হাজার টাকা


যোগ্যতার মাপকাঠি



  • যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক

  • ইংরাজি ভাষায় স্নাতক বা স্নাতকোত্তর

  • ইংরাজি ভাষায় স্বচ্ছন্দ্য

  • খবর উপস্থাপনের দক্ষতা


বাড়তি প্রাধান্য: 



  • সাংবাদিকতা (ইংরাজি) বা মাস কমিউনিকেশনে ডিগ্রি বা পিজি ডিপ্লোমা

  • রেডিও বা টিভিতে সাংবাদিকতার অভিজ্ঞতা 

  • কম্পিউটারের সাধারণ জ্ঞান


কী করতে হবে? 



  • অডিও বা ভিস্যুয়াল মাধ্যমে খবর উপস্থাপন করতে হবে। 

  • খবরের জন্য স্ক্রিপ্ট পরিকল্পনা এবং প্রস্তুত করতে হবে। 


বয়স



  • বিজ্ঞপ্তি প্রকাশের দিন সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীর বয়স ৩০ বছর বা তার কম হতে হবে।


কীভাবে করবেন আবেদন?



  • বিজ্ঞপ্তি জারির ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।

  • আবেদনকারীকে https://applications.prasarbharati.org/ এই লিঙ্কে সব নথি সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে।

  • আবেদন করার সময় কোনও সমস্যা হলে স্ক্রিনশট সহ nsdairadmn@gmail.com এই ঠিকানায় মেল করতে হবে।


এদিকে ভারতীয় বায়ুসেনায় IAF Agniveervayu Recruitment 2023-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ২৭ জুলাই থাকে। যাঁরা আবেদন করতে চাইছেন তাঁরা IAF Agniveervayu- এর অফিশিয়াল ওয়েবসাইট agnipathvayu.cdac.in এখানে গিয়ে আবেদন জমা দিতে পারবেন। অর্থাৎ অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদন। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবে আগামী ১৭ অগস্ট। পরীক্ষা হবে অনলাইনে, আগামী ১৩ অক্টোবর। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Trawler Capsize: প্রবল ঢেউয়ের দাপটে ট্রলার উল্টে বিপত্তি, আহত আট মৎস্যজীবী