গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: এক রাতের বৃষ্টিতেই ফুলে উঠেছে নদী। পূর্ণিমার ভরা কটালে উত্তাল সমুদ্র। জলোচ্ছ্বাসের জেরে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিভিন্ন জায়গায় আতঙ্কে বাসিন্দারা। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন জায়গায় খোলা হয়েছে কন্ট্রোল রুম।
আতঙ্কে বাসিন্দারা: এক নিম্নচাপের বৃষ্টিতে রক্ষা নেই, দোসর পূর্ণিমার ভরা কটাল। জোড়া ফলায় রাত থেকে নাগাড়ে বৃষ্টি। উপকূল এলাকায় বইছে ঝোড়ো হাওয়া। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। মৎস্যজীবীদের পাশাপাশি, পর্যটকদেরও সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। জলোচ্ছ্বাসের জেরে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের মৌসুনী দ্বীপে বালিয়াড়া ও সল্টঘেরি এলাকায় বাঁধ উপছে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। উপকূল এলাকায় বেশ কিছু বাড়ি জলমগ্ন। আতঙ্কিত বাসিন্দারা।
পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম: সাগরের মুড়িগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চকফুলডুবি মন্দিরতলায় নির্মীয়মাণ নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে। গার্ডওয়াল টপকে হুগলি নদীর জল ঢুকতে শুরু করায়, ভাসছে ডায়মন্ড হারবারের পিকনিক স্পট কেল্লার মাঠ। নদী ও সমুদ্রের জলস্তর বাড়লে সাগর, নামখানা ও পাথরপ্রতিমা ব্লকের বেহাল একাধিক মাটির বাঁধ ভেঙে জল ঢোকার আশঙ্কা রয়েছে। ব্যাহত হতে পারে অস্থায়ী বাঁধ তৈরির কাজ। পরিস্থিতি মোকাবিলায় কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারে মহকুমা শাসকের দফতর, সুন্দরবনের মথুরাপুর ২ নম্বর, কাকদ্বীপ, নামখানা, সাগর ও পাথরপ্রতিমা ব্লক অফিসে কন্ট্রোলরুম খোলা হয়েছে। সাগর ব্লকে কন্ট্রোলরুমের নম্বর- 8172028549। প্রস্তুত রয়েছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
আবহাওয়ার আপডেট: এদিকে পশ্চিমে সরছে নিম্নচাপ। এর প্রভাবে আজও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও দু’-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির জেরে থাকছে জল জমার সমস্যাও। তবে আগামীকাল থেকে বৃষ্টি কমবে। গতকালের বৃষ্টিতে কলকাতার বেশ কিছু এলাকা জলমগ্ন। সবথেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার কামডহরিতে। গতকাল রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৯১ মিলিমিটার, বেহালায় ৯০.৮ মিলিমিটার, বালিগঞ্জে ৮৭ মিলিমিটার, জোকায় ৭৬ মিলিমিটার, মোমিনপুরে ৭১ মিলিমিটার, তপসিয়ায় ৬০, মার্কুইস স্কোয়ারে ৫৯, ঠনঠনিয়ায় ৪৬.৬, ধাপায় ৪৬, মানিকতলায় ৪৩, দত্তবাগানে ৪১.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: WB Dengue Update: কমছে না দাপট, এবার উত্তর ২৪ পরগনার আরও একটি ব্লকে ডেঙ্গির আতঙ্ক