শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারে (Cooch Behar) শুরু হয়েছে দুয়ারে পুরসভা (Duare Purosava) কর্মসূচি। সেই কর্মসূচিতে গিয়ে পুর প্রশাসক কার্যত স্বীকার করে নিলেন, পুর এলাকায় উন্নয়নের কাজ সেভাবে হয়নি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি (BJP)। যদিও উন্নয়ন হয়নি, এই অভিযোগ মানতে নারাজ তৃণমূলের (TMC) জেলা নেতৃত্ব।
তৃণমূলের নেত্রী ও কোচবিহার পুর প্রশাসক মীনা কর বলেন, গত ১০-১৫ বছরে উন্নয়নের কাজ সেভাবে হয়নি। তাঁর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূলের কোচবিহার জেলা কমিটির সদস্য আব্দুল জলিল আহমেদ বলেছেন,অনেক কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে। কে কি বলল জানি না।
উন্নয়নের কাজ সেভাবে হয়নি বলে যখন স্বীকার করছেন খোদ পুরসভার প্রশাসক, তখন তা মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। জেলার ৪টি পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন।বাকি পুরসভাগুলির ভোট কবে? তা নিয়ে জল্পনা চলছে।এই পরিস্থিতিতে তৃণমূল পরিচালিত কোচবিহার পুরসভার তরফে দুয়ারে সরকার কর্মসূচির আদলে চালু হয়েছে দুয়ারে পুরসভা কর্মসূচি। বিভিন্ন ওয়ার্ডে খোলা হয়েছে বেশ কয়েকটি ক্যাম্প। সেখানে গিয়ে অভাব অভিযোগের কথা জানাচ্ছেন বাসিন্দারা। পুর এলাকার এক বাসিন্দা বলেছেন, ভালো উদ্যোগ। পরিষেবা আরও পাওয়ার আশা রাখছি।
দুয়ারে পুরসভার ক্যাম্পেই মঙ্গলবার পুর এলাকায় উন্নয়ন হয়নি বলে কার্যত স্বীকার করে নেন কোচবিহারের পুর প্রশাসক। মীনা কর বলেছেন, গত ১০ ১৫ বছরে উন্নয়নের কাজ সেভাবে হয়নি। আমরা সমাধান করব। সব ওয়ার্ডে জিতব।
আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোচবিহার বিজেপির সম্পাদক রাজু রায় বলেছেন, আমরা যা অভিযোগ তুলছিলাম সেটা কার্যত স্বীকার করে নিয়েছেন প্রশাসক। আর দুয়ারে কর্মসূচি মানুষের আইওয়াশ।
আব্দুল জলিল আহমেদ বলেছেন, অনেক কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে। কে কি বলল জানি না।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে কোচবিহারের ২০টি ওয়ার্ডেই এগিয়ে বিজেপি। পুরভোটের আগে কোচবিহারে পুরসভার নতুন কর্মসূচিকে সামনে রেখে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তৃণমূল।