বাচ্চু দাস ও মলয় চক্রবর্তী, দার্জিলিং: শিলিগুড়ি কর্পোরেশনে ভোট (Siliguri Municipal Corporation Election 2022) ঘোষণার পরই বিজেপিতে (BJP) ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিলেন প্রাক্তন কাউন্সিলর খুশবু মিত্তাল। পুরভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই এভাবে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপিতে ভাঙ্গন দেখা দিল। দল ছাড়ার কারণ সম্পর্কে খুশবু মিত্তাল বলেছেন, বিজেপির সঙ্গে কোনও গোলমাল নেই তার। তবে উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তাঁর এই তৃণমূলে যোগ দানের সিদ্ধান্ত।
শিলিগুড়ির তৃনমূল জেলা অফিসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৮ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রাক্তন কাউন্সিলর খুশবু মিত্তাল। এছাড়াও এদিন সিপিএমের টিকিট না পেয়ে তৃণমূলে যোগ দিলেন দীপায়ন রায়।
এদিকে, শিলিগুড়িতে পুরভোটের ময়দানে ফের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। আগেরবারের জেতা ৬ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে ফের প্রার্থী করল সিপিএম। আর প্রার্থী তালিকায় নাম ঘোষণা হতেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অশোক ভট্টাচার্য। যদিও তৃণমূল ও বিজেপির গলায় এ নিয়ে শোনা গিয়েছে কটাক্ষের সুর।
আর পুরভোটে লড়বেন না বলেও, শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলালেন অশোক ভট্টাচার্য।শিলিগুড়িতে নিজের ওয়ার্ড থেকেই ফের ভোটে দাঁড়াচ্ছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র।বুদ্ধদেব ভট্টাচার্যের কথাতেই কি বরফ গলল?
অশোক ভট্টাচার্য বলেছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গেও কথা হয়েছে। তিনি আমাকে ব্যক্তিগতভাবে দাঁড়ানোর কথা না বললেও, বলেছেন শিলিগুড়িতে লড়তে হবে, জিততে হবে।
২০১৫ সালে, শিলিগুড়িতে পুরভোটের পর, বাম ও কংগ্রেস হাত মিলিয়ে বোর্ড গঠন করেছিল। মেয়র হয়েছিলেন অশোক ভট্টাচার্য। রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল তাঁর সেই শিলিগুড়ি মডেল। তবে এবারের বিধানসভা ভোটে, শিলিগুড়ি কেন্দ্র থেকে পরাজিত হন সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য।তারপরই আর ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র। কিন্তু, শিলিগুড়ি কর্পোরেশনে ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত বদল করলেন সেনাপতি।
সোমবারই ২২ জানুয়ারি, শিলিগুড়ি-সহ রাজ্যের চার কর্পোরেশনে ভোট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আর মঙ্গলবার ৪৭ ওয়ার্ডের শিলিগুড়ি পুরসভায় নিজেদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে দিল বামেরা। আগেরবারের জেতা ৬ নম্বর ওয়ার্ড থেকেই ফের প্রতিদ্বন্দ্বিতা করবেন অশোক ভট্টাচার্য।
অশোক ভট্টাচার্য বলেছেন, এটা দলের সিদ্ধান্ত। গতবার মেয়র ছিলাম। অনেক বাধা সত্ত্বেও উন্নয়ন করেছি। দলের আমাকে প্রয়োজন। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গেও কথা হয়েছে। তিনি আমাকে ব্যক্তিগতভাবে দাঁড়ানোর কথা না বললেও, বলেছেন শিলিগুড়িতে লড়তে হবে, জিততে হবে।