শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : 'বিবাহ বহির্ভূত সম্পর্কের জের', এক গৃহবধূকে খুনের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটার  ( Dinhata ) বামনহাটের উত্তর লাউচাপড়া এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গেছে চাণক্য বর্মন নামে এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত  ( Extra Mirital Affair ) সম্পর্ক ছিল প্রতিবেশী গৃহবধূ সোনালী বর্মনের। সোনালী বর্মনের স্বামী ভিন্ রাজ্যে শ্রমিকের কাজ করেন।  সূত্রের দাবি, এই নিয়ে চাণক্য বর্মনের স্ত্রী ও ছেলের সঙ্গে মাঝেমধ্যেই ঝামেলা লেগে থাকত সোনালী বর্মনের।


খুনের নেপথ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ? 


স্থানীয়দের অভিযোগ, সোমবার রাতে চাণক্য বর্মন ,তাঁর  ছেলে সৌরভ বর্মন ও স্ত্রী,  সোনালী বর্মনের বাড়িতে চড়াও হয় এবং তাঁকে নিজেদের বাড়িতে নিয়ে এসে মারধর করে। এর ফলে মৃত্যু হয় সোনালি বর্মনের। ঘটনা তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।


আরও পড়ুন :


স্ত্রীর সঙ্গে গোপন সম্পর্কের সন্দেহ, কুড়ুলের কোপে বন্ধুকে খুন বন্ধুর


রায়গঞ্জের ঘটনা 

গত ১১ নভেম্বর, শুক্রবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে নৃশংস ভাবে খুন করা হয় এলাকার বাসিন্দা দেবাশিস দত্তের স্ত্রী সুপ্রিয়া দত্তকে। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই সুপ্রিয়াকে খুন করা হয় বলে তদন্তে নেমে সন্দেহ করে পুলিশ। সেই মতো শুরু হয় তদন্ত। তাতে প্রবাল সরকার নামের এক যুবকের হদিশ পায় পুলিশ।


বুধবার সকালে সেই প্রবালকেই আলিপুরদুয়ার জেলার ফালাকাটার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়। আদতে তাঁর বাড়ি কোচবিহার জেলার চ্যাংরাবান্দায়য়। উত্তর দিনাজপুর জেলা পুলিশ বুধবার তাঁকে গ্রেফতার করে। এর পর করানো হয় ডাক্তারি পরীক্ষা। তার পর প্রবালকে নিয়ে পুলিশ ফিরে আসে রায়গঞ্জে।